ফাল্গুনী পূর্ণিমা তিথি নদীয়া নগরে।
জনমিলা গোরা চাঁন্দ শচীর উদয়ে।।
জগন্নাথ মিশ্রদেব বিধির বিধানে।
জাতকর্ম্ম করে তাঁর আনন্দিত মনে।।
উৎসব হইল বড় মিশ্রের মন্দিরে।
শুনিয়া ত্রিবিধ লোক আইসে দেখিবারে।।
নৃত্যগীত বাদ্যভাণ্ড ভরিল আঙ্গিনা।
দ্বিজভট্টগণে দিল অনেক দক্ষিণা।।
নিমাই রাখিল নাম শচী জগন্মাতা।
দাস হরেকৃষ্ণ গায় গৌর গীত গাঁথা।।