• নয়ন-কাজল মুছিয়া ডারল
    নয়ন-কাজল মুছিয়া ডারল কাল আভরণ যত। সখী এক সঙ্গে কহে কিছু রঙ্গে কহিছে রাধার মত।। শুন সুধামুখি আমার বচন ত্যজহ দারুণ মান। যে দেখি তোমার অভিমান অতি পাছেতে তেজহ প্রাণ।। ধৈরজ করছ শুনহ সুন্দরি এতেক কেন বা মান। সরম ভরম দূরে তেয়াগিয়া কোপিত কহত আন।। যদি আঁছ তুমি বিরস বদনে শুনহ সুন্দরী রাই। কেন বা […] keyboard_arrow_right
  • নাচে গোরা প্রেমে ভোরা
    নাচে গোরা প্রেমে ভোরা ক্ষণে বলে হরি হরি। ক্ষণে বৃন্দাবন করয়ে স্মরণ ক্ষণে ক্ষণে প্রাণেশ্বরী।। যাবকবরণ কটির বসন শোভা করে গোরা গায়। কখন কখন যমুনা বলিয়া সুরধুনীতীরে ধায়।। তাথই তাথই মৃদঙ্গ বাজই ঝনঝন করতাল। নয়নঅম্বুজে বহে সুরনদী গলে দোলে বনমাল।। আনন্দ-কন্দ গৌরচন্দ্র অকিঞ্চনে বড় দয়া। (দীন) কৃষ্ণদাস করত আশ ও পদপঙ্কজছায়া।। keyboard_arrow_right
  • নারদ-সারদ সুক-সনাতন
    নারদ-সারদ সুক-সনাতন দেবের দেবতা যত। মহিমা-কারণ ফলের মাধুরি জানিবেক কত শত। এমন তরুর ফল ফলিয়াছে জাহার উপমা নাঞি। কত না মাধুরি ফলের ভিতর না দেখি কনহ ঠাঞি।। এ ফল অধিক মাধুরি দেখিতে আছএ মনের সাধ। কত না আমিঞা ফলের ভিতরে এই কিবা পরমাদ।। এই অনুমান করে দেবগণ লইতে ফলের মধু। হরস বদন বুঝিতে কারণ সকল […] keyboard_arrow_right
  • পাশরিতে চাহি তারে পাশরা না যায় গো
    পাশরিতে চাহি তারে পাশরা না যায় গো। না দেখি তাহার রূপ মন কেনে টানে গো।। পথে চলি যাই যদি চাহি লোক পানে গো। তার কথায় না রয় মন, তারে কেন টানে গো।। খাইতে যদি বসি তবে খাইতে না পারি গো। কেশ পানে চাহি যদি নয়ান কেন ঝোরে গো।। বসন পরিয়া থাকি চাহি বসন পানে গো। […] keyboard_arrow_right
  • পাশরিতে চাহি তারে পাশরা না যায় গো
    পাশরিতে চাহি তারে পাশরা না যায় গো। না দেখি তাহার রূপ মনে কেন টানে গো।। পথে চলি যাই যদি চাহি লোকপানে গো। তার কথায় না রয় মন তারে কেন টানে গো।। খাইতে যদি বসি তবে খাইতে না পারি গো। কেশ পানে চাহিলে নয়ান কেন ঝোরে গো।। বসন পারিয়া থাকি চাহি বসনপানে গো। সমুখে তাহার রূপ […] keyboard_arrow_right
  • বন্ধুর পিরিতি কুহকের রীতি
    বন্ধুর পিরিতি কুহকের রীতি সকলি মিছাই রঙ্গ। দড়াদড়ি লয়ে গ্রামেতে ফিরয়ে হরিণী করিয়া সঙ্গ।। সই, কানু বড় জানে বাজি। বাঁশ বংশী ধরি মদন সঙ্গে করি ঢোলক ঢালক সাজি।।ধ্রু মদন-ঢুলিয়া বেড়ায় ফিরিয়া যুবতী বাহির করে। দুইটি গুটিয়া ফেলয়ে লুফিয়া বুকের উপরে ধরে।। ধীরে ধীরে যায় ভঙ্গী করে চায় রঙ্গ দেখে সব লোকে। দড়া দড়ি পায় ঝাট […] keyboard_arrow_right
  • বেলি অসকালে দেখিনু ডালে
    বেলি অসকালে দেখিনু ভালে পথেতে যাইতে সে। জুড়াল কেবল নয়ন যুগল চিনিতে নারিনু কে।। সই, সে রূপ কে চাহিতে পারে। অঙ্গের আভা বসন শোভা পাসরিতে নারি তারে।। বাম অঙ্গুলিতে মুকুর সহিতে কনক কটোরি হাতে। সিঁথায় সিন্দূর নয়ানে কাজর মুকুতা শোভিত নথে।। নীল শাড়ী মোহনকারী উছলিতে দেখি পাশ। কি আর পরাণে সঁপিনু চরণে দাস করি মনে […] keyboard_arrow_right
  • বেলি অসকালে দেখিনু যে ভালে
    বেলি অসকালে দেখিনু যে ভালে পথেতে যাইছে সে। জুড়ায় কেবল নয়ন যুগল চিনিতে নারিনু কে।। সই সে রূপ কে চাহিতে পারে। অঙ্গের আভা বসনের শোভা পাসরিতে নারি তারে।। বাম অঙ্গুলিতে মুদরী সহিতে কনক কটোরি হাতে। সীঁথায় সিন্দূর নয়ানে কাজর মুকুতা শোভিত নথে।। সুনীল শাড়ী মোহনকারী উছলিতে দেখি পাশ। কি আর পরাণে সোঁপিনু চরণে দাস করি […] keyboard_arrow_right
  • বেলি অসকালে দেখিলুঁ যে ভালে
    বেলি অসকালে দেখিলুঁ যে ভালে পথেতে যাইতে সে। জুড়াল কেবল নয়ন যুগল চিনিতে নারিলু কে।। সই রূপ কে চাহিতে পারে। সে অঙ্গের আভা বসন-শোভা পাসরিতে নারি তারে।।ধ্রু।। বাম অঙ্গুলিতে মুকুর সহিতে কনক কটোরি হাতে। সিঁথায় সিন্দূর নয়ানে কাজর মুকুতা শোভিত নথে।। নীল যে শাড়ী মোহনকারী উছলিত দেখি পাশ। কি আর পরাণে, সঁপিলু চরণে সদা করি […] keyboard_arrow_right
  • ভকত সঙ্গ নাচত রঙ্গ প্রেমে পূরল গৌর অঙ্গ
    ভকত সঙ্গ নাচত রঙ্গ প্রেমে পূরল গৌর অঙ্গ প্রিয় গদাধর হেরিয়া। বাজত তাল মৃদঙ্গ ভাল মনহি গাঢ় ভাব বাঢ় হরি হরি বোল বলিয়া।। চরণ তাল অতি রসাল আধ আধ ভাষত ভাল অপরূপ গোরা নাচিয়া। লোচন লোর ঢরকে জোর দেখি ভকত বৃন্দ ভোর সুরধুনি পড়ে বাহিয়া। বধির অন্ধ পরমানন্দ ধায় অধম অগতি মন্দ প্রেম দিছে গোরা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ