• কনক কেতকী দাম দমন
    কনক কেতকী দাম দমন মনোজ মোহন দেহ। কতহি কুলবতী ধরম ধ্বংসন ধূরি ধূসর সেহ।। কৌন সমুঝব ভাব তিলে তিলে হোত অতিহি উদাস। খেদ বচন উচারি ঘন পিয় পারিষদগণ পাশ।। লোরে লোচন জলজ ছলছল চারু করুণ বিথারি। দীন দুরগত পতিত পামরে গহই বাহু পসারি।। দেত কি মধুর অমিয় পিবইতে কো না উনমত হোই। দাস নরহরি পহুঁক […] keyboard_arrow_right
  • করতলে কুঙ্কুমে সো মুখ মাজল
    করতলে কুঙ্কুমে সো মুখ মাজল অলক তিলক লিখি ভোর। সজল বিলোচন ঘন ঘন হেরইতে ভাখই গদগদ বোল।। ধনি ধনি রমণী-শিরোমণি রাই। লোচন ওত করত নাহি মাধব নিশি দিশি রস অবগাই।। লোচন-খঞ্জন অঞ্জনে রঞ্জই নব কুবলয় শ্রুতি-মূলে। অতসী-কুসুম গোরী ললিত হৃদয়ে ধরি কৃপণ হেম সমতুলে।। যাবক চিত্র চরণ পর লেখই মদন-পরাজয় পাঁতি। গোবিন্দদাস কহই ভেল কানুকো […] keyboard_arrow_right
  • কলিযুগ-মত্ত-মতঙ্গজ-মরদনে
    কলিযুগ-মত্ত-মতঙ্গজ-মরদনে কুমতি-করিণি দুর গেল। পামর দুরগত নাম-মোতি শত- দাম কণ্ঠ ভরি দেল।। অপরুপ গৌর বিরাজ। শ্রীনবদ্বীপ-নগর-গিরি-কন্দরে ঊয়ল কেশরি-রাজ।। সংকীর্ত্তন-রণ হুঙ্কৃতি শুনইতে দুরিত দীপি-গণ ভাগি। ভয়ে আকুল অণিমাদি মৃগীকুল পুণবত গরব তেয়াগি।। ত্যাগ যাগ যম তিরিথি বরত সম শশ জম্বুকি জরি যাতি। বলরাম দাস কহ অতয়ে সে জগমাহ হরি-ধনি শবদ খেয়াতি।। keyboard_arrow_right
  • কহ সখি কিয়ে ভেল
    কহ সখি কিয়ে ভেল। দেয়াসিনী কাঁহা গেল।। হাম মুগধিনী নারী। না শুনি অতনু ঝাড়ি।। ঐছন লুবধ কান। কত না চাতুরী জান।। সহজে আমরা বালা। কে জানে এতহুঁ কলা।। পহিল পিরীতি তায়। বহুদিন নাহি যায়।। ইথেই ঐছন কেল। কুহক সমান ভেল।। অপরে কে সুখ পাব। কত না হোয়ব লাভ।। শেখর কহয়ে ভাষা। কাননে পূরিবে আশা।। keyboard_arrow_right
  • কাঁচা কাঞ্চন মণি গোরারূপ তাহে জিনি
    কাঁচা কাঞ্চন মণি গোরারূপ তাহে জিনি ডগমগি প্রেমের তরঙ্গ। ও নব কুসুমদাম গলে দোলে অনুপাম হেলন নরহরি অঙ্গ।। বিহরই পরম আনন্দে। নিত্যানন্দ করি সঙ্গে জাহ্নবী পুলিনে রঙ্গে হরি হরি বোলে নিজ বৃন্দে।।ধ্র।। ভাবে অবশ তনু পুলক কদম্ব জনু গরজই যৈছন সিংহে। নিজ প্রিয় গদাধর ধরিয়াছে বাম কর নিজগুণ গাওই গোবিন্দে।। ঈষত অধরে পহুঁ লহু লহু […] keyboard_arrow_right
  • কাঁচা মরকত নবনি জড়িত
    কাঁচা মরকত নবনি জড়িত মনোহর অনুখানি। হাসিঞা হাসিঞা অমিয়া মাখিয়া বলে আধ আধ বাণী।। পাখানি নাচাঞা নূপুর বাজাঞা বসিঞা মাএর কোলে। সোনাএ জড়িত মুকুতা লম্বিত শোভিছে নাসিকাতলে।। গলাএ জড়িত রুরু-নখ রুচি গাঁথনি মুকুতা ঝুরি। কুমুদানন্দ কহে এমন বালকের নিছনি লইয়া মরি।। keyboard_arrow_right
  • কানু উপেখি রাই মহি লেখই
    কানু উপেখি রাই মহি লেখই মানিনি অবনত-মাথ। নিরুপণ নারি- বেশ ধরি সো হরি আয়ল সহচরি সাথ।। শুন সজনি কী ফল মানিনি-মানে ঢীট কানাই কতহু-ভঙ্গি জানত কো করু কত অবধানে।। শ্যামরি হেরি সখিক রাই পূছত সো কহ ব্রজ-নব-রামা। তুয়া সখি হোত যতনে চলি আয়লি কোরে করহ ইহ শ্যামা।। করতহি কোরে পরশ সঞে জানল কানুক কপট বিলাস। […] keyboard_arrow_right
  • কানু উপেখি রাই মহি লেখই
    কানু উপেখি রাই মহি লেখই মানিনি অবনত মাথ। নিরুপম নারি- বেশ ধরি সো হরি আওল সহচরি সাথ।। সজনি কী ফল মানিনি মানে। টীট কানাই কতয়ে ভঙ্গি জানত কো করু কত অবধানে।।ধ্রু।। শ্যামরি হেরি সখিক রাই পূছত সো কহ ব্রজ-নব-রামা। তুয়া সখি হোত যতনে চলি আওল কোরে করহ ইহ শ্যামা।। করইতে কোরে পরশ সঞে জানল কানুক […] keyboard_arrow_right
  • কানু কহে শুন আমার বচন
    কানু কহে শুন আমার বচন যতেক গোপের নারী। নিশি নিদারুণ কিসের কারণ জগতে এ সব বৈরী।। অবলার কুল অতি নিরমল ছুঁইতে কুলের নাশ। তাহার কারণে কহিল সঘনে যাইতে আপন বাস।। রাধা কহে তাথে শুন যদুনাথে আর কি কুলের ভয়। একদিন জাতি কুল শীল পাঁতি দিয়াছি ও দুটি পায়।। আর কি কুলের গৌরব সূচনা আর কি […] keyboard_arrow_right
  • কানু প্রবোধ করি আওল সহচরি
    কানু প্রবোধ করি আওল সহচরি মীলল রাইক পাশ। কহতহিঁ চাতুরি বচন সুমাধুরি তাহে মিশাইয়া হাস।। মানিনি অবনত বদনহি লীখত ইহ মহি মণ্ডল মাঝ। ইতি উতি সহচরি রহে নিশবদ করি সবহুঁ বিছুরল কাজ।। দোতি কহয়ে ধনি কাহে ভেলি মানিনি তোঁহারি সে নাগর রাজ। বিষম কুসুম শরে সো ভেল জর জর লুঠই নিকুঞ্জক মাঝ।। অনেক যতন করি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ