বনে এসে হারালাম কানাই। যেয়ে কি ব’লবো মা যশোদারে ভেবে দিশে নাই।। খেললাম সবে লুকালুকি আবার হ’ল দেখাদেখি। মোদের কানাই গেল কোন মুল্লুকি খুঁজে নাই পাই।। ছিদাম বলে নিব খুঁজে পালাবে কোথা বনমাঝে। দাদা বলাই বলে, আর বুঝি সে দেখা দেয় না ভাই।। সুবল বলে, প’লো মনে বলেছিল একদিনে । কানাই যাবে গুপ্ত বৃন্দাবনে গেলেন […]
keyboard_arrow_right