• বল গো সজনি আমায় কেমন
    বল গো সজনি আমায় কেমন গো সে গৌরমণি। জগত জনার মন নামে করে পাগলিনী।। একবার যদি দেখতাম তারে রাখতাম সে রূপ হৃদয়ে পুরে। রোগ শোক সব যেত দূরে শীতল হইত মহাপ্রাণী।। মন মোহিণীর মন-হরা দেখলি কোথা সেই যে গোরা। আমায় নিয়ে চল্‌ গো তোরা দেখে শীতল হই গো ধনি।। নদেবাসীর ভাগ্যে ছিল গৌর হেরে মুক্তি […] keyboard_arrow_right
  • বল গো সজনী আমায় কে ডাকে
    বল গো সজনী আমায় কে ডাকে, হৃদ্‌ মন্দিরে শব্দরোল নিশিদিন থাকে থাকে। পরম যতন করে, দিন যামিনী ডাকে মোরে, কুব্জারাণী মন্ত্র দিয়ে, দিন কাটিল ফাঁকে ফাঁকে। কংস বংশ চতুর্দিকে, দিবানিশি পারা থাকে, উত্তর দিতে বাঁশীর সুরে, বিঘ্ন ঘটায় বাঁকে হাঁকে। মোহ লোভে করে রোল, সেই ডাকে পড়িল গোল, গণ্ডগোলে দিন কাটিয়ে, কাজ কি হবে সন্ধ্যা […] keyboard_arrow_right
  • বল গো সজনী হেন কি শুনি কানে
    বল গো সজনী হেন কি শুনি কানে, মোহন স্বরে উদাস কৈল ঐ শ্রীবৃন্দাবনে। কে বাজায় কোথা বসে, চল সখী ছদ্মবেশে, গেলে পাব কোন দেশে, হারা হলেম মন প্রাণে। দু-করে ধরিয়ে বীণা, বাজায় কেবল তানা না-না, ভাবে কিছু না যায় জানা, খুঁজলে মিলে কুঞ্জবনে। আলিফ-লাম রা-র সনে, ঢোঁড় বাঁশী মন প্রাণে, টাইনে আন ধ্যানে ধ্যানে, পরশিবে […] keyboard_arrow_right
  • বল দেখি কি বুধি করিব
    বল দেখি, কি বুধি করিব। কানুর পিরীতি বড় পরমাদ, দৈবে মরিয়া যাব। ধু শাশুড়ী ননদী মোরে কুবচন বলে। কভু নাহি ঠেকে রাঙ্গা নয়ান হিলোলে।। নশীর মামুদ কহে চিতে নৈল কথা। যে ছিল করমে মোর নিখিল বিধাতা।। keyboard_arrow_right
  • বল দেয়াসিনি, শুনহ ভবানি
    “বল দেয়াসিনি, শুনহ ভবানি পড়ুক মাথার ফুল। এই নিবেদন তোমার চরণে রাইএ হয় অনুকূল ।। তুমি সে জানহ তোমার গোচর তুমি যদি কর দয়া। তুরিত করিয়া দেহ এক ফুল না কর তিলেক মায়া।। যদিবা কানাই তুরিতে আয়ব তেজিয়া মথুরাপুর। এ চূড়া ভাঙ্গিয়া পড়ুক আসিয়া দেহ না মাথার ফুল।।” এ বোলবলিতে দেয়াসি দাণ্ডায়ে যুড়িয়া এ দুই […] keyboard_arrow_right
  • বল বল দেখি বিকল পরাণ
    বল বল দেখি বিকল পরাণ বুক বিদরিয়া মরি। বেদনা জানব বরজ-রমণী বিকল হইয়া বড়ি।। বলরাম হৈতে বড় সে জানিয়ে বড় সে করিয়ে প্রেম। বিদূর যেমন বহু রত্ন ধন লাখে লাখে পায় হেম।। বড় যেন দুখ বহু গেল দুখ বড়ই আনন্দ তার। বহুমূল্য ধন তুমি সে তেমন ভুবন করিল সার।। বটে কি বা নয় বুঝ রসময় […] keyboard_arrow_right
  • বল বল দেখি বিকল পরাণ
    বল বল দেখি বিকল পরাণ বুক বিদরিয়া মরি। বেদনা জানব বরজ-রমণী বিকল হইয়া বড়ি।। বলরাম হৈতে বড় যে জানিয়ে বড় সে করিয়ে প্রেম। বিদূর যেমন বহু রত্ন ধন লাখে লাখে পায় হেম।। বড় যেন দুখ বহু গেল দুখ বড়ই আনন্দ তার। বহুমূল্য ধন তুমি সে তেমন ভুবন করিল সার।। বটে কিবা নয় বুঝ রসময় বলিল […] keyboard_arrow_right
  • বল বল সখি বিরস হইলে
    বল বল সখি বিরস হইলে বাঁচিব কেমন করি। বিনোদ বিনোদ বিনোদ আমোদ এ কি এ তেজিতে পারি।। বিনোদ বেশের বিনোদ-মাধুরী বিনোদ কেশের চূড়া। বিনোদ কুসুম- হার বনাইয়া বিনোদ দিয়াছে বেড়া।। বিনোদ ময়ূর- পাখা তাহে দিয়া বিনোদ বিনোদ উড়ে। বিনোদ নাগরী বিনোদ মরম পরাণ রহে সে ছাড়ে।। বিনোদ বিপিনে রাস-জাগরণে বিনোদ গোপের রামা। আর না করিব […] keyboard_arrow_right
  • বল বল সখি বিরস হইলে
    বল বল সখি বিরস হইলে বাঁচিব কেমন করি। বিনোদ বিনোদ বিনোদ আমোদ একি এ তেজিতে পারি।। বিনোদ বেশের বিনোদ মাধুরী বিনোদ কেশের চূড়া । বিনোদ কুসুম হার বনাইয়া বিনোদ দিয়াছে বেড়া।। বিনোদ ময়ূর– পাখা তাহে দিয়া বিনোদ বিনোদ উড়ে। বিনোদ নাগরী বিনোদ মরম পরাণ রহে সে ছাড়ে ।। বিনোদ বিপিনে রাস জাগরণে বিনোদ গোপের রামা। […] keyboard_arrow_right
  • বল রে বলাই, তোদের ধরন কেমন হাঁ রে
    বল রে বলাই, তোদের ধরন কেমন হাঁ রে। তোরা বলসি চিরকাল ঈশ্বর এই গোপাল, মানিস কৈ রে।। বলে যেয়ে বনফল পাও, এঁটো কর গোপালকে দেও। তোদের এ কেমন ধর্ম বলো সেই মর্ম আজ আমারে।। গোষ্ঠে গোপাল যে দুঃখ পায় কেঁদে কেঁদে বলে আমায়। তোরা ঈশ্বর বলিস যার স্কন্ধে চড়িস তার কোন্‌ বিচারে।। আমারে বুঝাও রে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ