বল বল সখি বিরস হইলে
বাঁচিব কেমন করি।
বিনোদ বিনোদ বিনোদ আমোদ
এ কি এ তেজিতে পারি।।
বিনোদ বেশের বিনোদ-মাধুরী
বিনোদ কেশের চূড়া।
বিনোদ কুসুম- হার বনাইয়া
বিনোদ দিয়াছে বেড়া।।
বিনোদ ময়ূর- পাখা তাহে দিয়া
বিনোদ বিনোদ উড়ে।
বিনোদ নাগরী বিনোদ মরম
পরাণ রহে সে ছাড়ে।।
বিনোদ বিপিনে রাস-জাগরণে
বিনোদ গোপের রামা।
আর না করিব বিনোদ চাতুরী
বিনোদ বিনোদ প্রেমা।।
বিনোদ মুরলী বিনোদ বোলব
শুনিব শ্রবণ ভরি।
বিনোদ বেশের বেশ না করিব
বিনোদে যাইব চলি।।
বিনোদ সৌরভ হার মনোহর
সুগন্ধি চন্দন করে।
বিনোদ আকৃতে বিনোদ নাগরী
লেপিত শ্রীঅঙ্গ পরে।।
বিকায়ল পায়ে বিনি মূল পেয়ে
চণ্ডীদাস গুণ গায়।
বিনোদ নাগরী কি কহিব গতি
হেন মন মোর তায়।।