“বল দেয়াসিনি, শুনহ ভবানি
পড়ুক মাথার ফুল।
এই নিবেদন তোমার চরণে
রাইএ হয় অনুকূল ।।
তুমি সে জানহ তোমার গোচর
তুমি যদি কর দয়া।
তুরিত করিয়া দেহ এক ফুল
না কর তিলেক মায়া।।
যদিবা কানাই তুরিতে আয়ব
তেজিয়া মথুরাপুর।
এ চূড়া ভাঙ্গিয়া পড়ুক আসিয়া
দেহ না মাথার ফুল।।”
এ বোলবলিতে দেয়াসি দাণ্ডায়ে
যুড়িয়া এ দুই কর ।
“যদি বা তুরিতে মথুরা তেজিয়া
কানাই আসিব ঘর।।”
এ বোল বলিতে গৌরী দিল ফুল
ভাঙ্গিয়া মাথার চূড়া।
সেই নব রামা চলিলা তুরিতে
অতি সে হইয়া চেরা।।