বলি বলি যাত ললিতা আলি।
শ্যামগৌরী মুখ মণ্ডল ঝলকই
ছবি উঠত অতি ভালি।। ধ্রু।
কুসুমিত কুঞ্জ- কুটীর মনমোহন
কুসুম শেযে দুহু নওল কিশোর।
কোকিল মধুকর মঙ্গল গায়ত
বন বৃন্দাবন আনন্দে হিলোল।।
রজনীক শেষে জাগি শ্যাম সুন্দরী
বৈঠলি সখিগণ সঙ্গ।
শ্যামবয়নে ধনি করহি আগোরল
কহইতে রজনীক রঙ্গ।।
হেরি ললিতা তব মৃদু মৃদু হাসত
পুলকে রহলি তনু ভোরি।
নীল বসনে তনু ঝাঁপলি সু ….
লাজে রহল মুখ মোড়ি।।
যব মুখ মোড়ি রহল তঁহি নাগরী
কানু করল পুন কোড়।
আনন্দ হিলোলে দাস নরোত্তম
হেরত যুগল কিশোর।।