বলিয়া দে সজনী আমার কোথায় বিনোদিনী রাই। ধু
মনেতে বাসনা রাখি নয়ান ভরিয়া দেখি গো;
হৃদয়ে তুলিয়া রাখি একবার যদি তারে পাই।।
দিবানিশি এ ভাবনা কোথায় যাব নাই ঠিকানা।
পড়েছি বিষম বিপদে বল আমি কোথায় যাই।।
কান্দিয়া পুসাই রজনী কোথায় গো রাই বিনোদিনী।
আইস গো দেখিয়া তোরে তাপিত প্রাণ জুড়াই।।
কি যাদু করিলে মোরে বত্রিশ পাঞ্জর ঝুরে।
বিচ্ছেদ আগুনে দেহ জ্বলিয়া হইল ছাই।।
প্রেমেতে আকুল মতি কি হবে আমার গতি।
ভাবিয়া চিন্তিয়া দেখি আমার দরদী নাই।।
নজির হুসেন যেই ফকির বুরহানী সেই।
দুই নামেতে একজনেতে খেলিছে প্রেমের লাই।।