• অপূর্ব কৌশলে খেলা খেলিতেছে শ্যামরায়
    অপূর্ব কৌশলে খেলা খেলিতেছে শ্যামরায়। ধু ধিয়ানে দুর্বিণের কলে নিকুঞ্জে বসিয়া চাইলে। বহুরূপ খেলিতেছে নিমিষেতে দেখা যায়।। কত যে ভঙ্গিমা করে কতরঙ্গে রূপ ধরে। কখন উন্মাদ হইয়া হাসে কান্দে নাচে গায়।। আদালত আসনে বসি আপন গলে দিয়ে ফাসী। কখন গোদারাঘাটে মাঝিরূপে তরী বায়।। থাকে বন্ধু ছিরীপুরে সে দেশ অনেক দূরে। ভাবেতে বিভোর হইলে নিকটেতে পাওয়া […] keyboard_arrow_right
  • আজি নিশি নিদ্রাভঙ্গে উঠিলাম কান্দিয়া
    আজি নিশি নিদ্রাভঙ্গে উঠিলাম কান্দিয়া গো শুনিয়া বিষম রাগিণী। ধু প্রেম জ্বালায় জ্বলিমু করি আগে ত না জানি।। জ্বলন্ত আগুনের মাঝে পড়িয়াছি দুঃখিনী গো। সর্পের মুখে হাত দিয়াছি আমি অভাগিনী।। বিষম কালিয়ার বিষে রক্ত কইল পানি গো। দংশিল কালিয়ার নাগে কিবা দোষ জানি।। নিশ্চয় জেনেছি আমার যাইব পরানি গো। এই জনমের মত মোরে কইল বিরহিনী।। […] keyboard_arrow_right
  • আমায় কি শেল মারিয়াছ ধনী মন জানে
    আমায় কি শেল মারিয়াছ ধনী মন জানে আর আমি জানি। ধু অঙ্গ জ্বলে প্রেমানলে বিচ্ছেদ জ্বালা হৃদ-কমলে। যে দাগ লাগাইছে বুকে বিনোদিনী প্রাণ সজনী।। ভাবিতে পাঞ্জর টুটে কত কথা মনে উঠে। জ্বলিতেছে সর্বঅঙ্গে বিচ্ছেদের আগুনি।। আহা মরি সখি রাই কেমনে তোমাকে পাই। দেখিয়া তোর রূপের ছবি আকুল হইল পরানি।। সরল চিতে প্রেম করিয়া কেন যাও […] keyboard_arrow_right
  • আমি কি আনন্দ হেরিলাম গো সুরধনীর তীরে
    আমি কি আনন্দ হেরিলাম গো সুরধনীর তীরে। ধু সখিগণ সবে মিলি করিতেছে জলকেলি। কদম ডালে বসিয়া বন্ধে বাজায় বাশরী গো।। শুনিয়া বাশীর ধ্বনি হইল সব উন্মাদিনী। ঘরে যাইতে মন চলো না কি উপায় করি গো।। যখন বন্ধু গানকরে যমুনা উজানধরে। ত্রিভঙ্গ ভঙ্গিমায় বাঝে শ্যামের মূররী গো।। বাশীতে করিয়াযাদু বাহির কইল ঘরের বধূ। চল সব সখিগণ […] keyboard_arrow_right
  • প্রাণ বন্ধুয়ার চরণ সেবা আমা হইতে হইল না
    প্রাণ বন্ধুয়ার চরণ সেবা আমা হইতে হইল না। ধু প্রাণ বন্ধুয়ার চরণ ধরি কত যে মিনতি করি। তবু না করিল দয়া কঠিন কালিয়ার সোনা।। শুন বন্ধু চিকন কালা দিওনা আমারে জ্বালা। কোমল পরানী আমার চিত্তে ধৈর্য্য ধরে না।। ফকির বুরহানীকয় দয়াকর দয়াময়। অকূলে বসিয়া কান্দি আশা পূর্ণ কর না।।ধু keyboard_arrow_right
  • বদনে বদন মিশাইয়া অধরে অধর রাখিয়া
    বদনে বদন মিশাইয়া অধরে অধর রাখিয়া। খেলিব প্রেমেরি খেলা আমরা দুইজনে।। ধরিয়া তাহারই হাতে চলে যাবে বাগানেতে। কহিব মনেরি কথা সজল নয়নে।। তার প্রেমেতে মজিয়া নিকুঞ্জে বসিয়া। কত যে ভাবনা আমি ভাবিতেছি মনে।। আমার বিনোদিনী রাই কোন স্থানে পাই। জড়িয়ে ধরিব তার কমল চরণে। কিবা শোভা মুখখানি পূর্ণিমার চান্দ জিনি। ভুলিবনা ঐ রূপ জীওনে মরণে।। […] keyboard_arrow_right
  • বলিয়া দে সজনী আমার কোথায় বিনোদিনী রাই
    বলিয়া দে সজনী আমার কোথায় বিনোদিনী রাই। ধু মনেতে বাসনা রাখি নয়ান ভরিয়া দেখি গো; হৃদয়ে তুলিয়া রাখি একবার যদি তারে পাই।। দিবানিশি এ ভাবনা কোথায় যাব নাই ঠিকানা। পড়েছি বিষম বিপদে বল আমি কোথায় যাই।। কান্দিয়া পুসাই রজনী কোথায় গো রাই বিনোদিনী। আইস গো দেখিয়া তোরে তাপিত প্রাণ জুড়াই।। কি যাদু করিলে মোরে বত্রিশ […] keyboard_arrow_right
  • শ্যামের চরণে দিব কুলমান সপিয়া গো
    শ্যামের চরণে দিব কুলমান সপিয়া গো। ধু দেখিতে শ্যাম কালাসোনা কুলমানের ভয় রাখে না। সুভাগ্যে দেখিলাম আমি প্রাণবন্ধু কালিয়া গো।। শুন বন্ধু দয়াময় যদি তোমার মনে লয়। শ্রীচরণে রাখ মোরে দুঃখিনী জানিয়া গো।। গেলে বন্ধু আর পাব না, মনে রইব প্রেম যাতনা। বুরহানী কয় শ্যাম বন্ধুরে যৌবন দেও যাচিয়া গো।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ