আমায় কি শেল মারিয়াছ ধনী মন জানে আর আমি জানি। ধু
অঙ্গ জ্বলে প্রেমানলে বিচ্ছেদ জ্বালা হৃদ-কমলে।
যে দাগ লাগাইছে বুকে বিনোদিনী প্রাণ সজনী।।
ভাবিতে পাঞ্জর টুটে কত কথা মনে উঠে।
জ্বলিতেছে সর্বঅঙ্গে বিচ্ছেদের আগুনি।।
আহা মরি সখি রাই কেমনে তোমাকে পাই।
দেখিয়া তোর রূপের ছবি আকুল হইল পরানি।।
সরল চিতে প্রেম করিয়া কেন যাও আমায় ছাড়িয়া।
যে দুঃখের দুঃখী আমি জানে সখী রাইমণি।।
ফকির বুরহানী গায় খিড়কি দোয়ারে চায়।
মনোবাঞ্ছা না পূরিল প্রভাত হইল যামিনী।।