আমি কি আনন্দ হেরিলাম গো সুরধনীর তীরে। ধু
সখিগণ সবে মিলি করিতেছে জলকেলি। কদম ডালে বসিয়া বন্ধে বাজায় বাশরী গো।।
শুনিয়া বাশীর ধ্বনি হইল সব উন্মাদিনী। ঘরে যাইতে মন চলো না কি উপায় করি গো।।
যখন বন্ধু গানকরে যমুনা উজানধরে। ত্রিভঙ্গ ভঙ্গিমায় বাঝে শ্যামের মূররী গো।।
বাশীতে করিয়াযাদু বাহির কইল ঘরের বধূ। চল সব সখিগণ শ্যামরূপ হেরি গো।।
এমন রসিক শ্যাম লইয়া তাহার নাম। আমরা গোকুলেতে হইব ভিখারী গো।।
অধীন বুরহানীকয় মোরমনে হেনলয়। অবশ্য আসিবা বন্ধু গোকুল নগরী গো।।