আজি নিশি নিদ্রাভঙ্গে উঠিলাম কান্দিয়া গো শুনিয়া বিষম রাগিণী। ধু
প্রেম জ্বালায় জ্বলিমু করি আগে ত না জানি।।
জ্বলন্ত আগুনের মাঝে পড়িয়াছি দুঃখিনী গো।
সর্পের মুখে হাত দিয়াছি আমি অভাগিনী।।
বিষম কালিয়ার বিষে রক্ত কইল পানি গো।
দংশিল কালিয়ার নাগে কিবা দোষ জানি।।
নিশ্চয় জেনেছি আমার যাইব পরানি গো।
এই জনমের মত মোরে কইল বিরহিনী।।
আর কত সহিমু জ্বালা দুঃখিনী তাপিনী হইয়া গো।
জ্বলিয়া উঠিল দেহ বাঁশীর গান শুনি।।
বুরহানী কয় বাজায় বাঁশী শ্যাম-গুণমণি গো।।