বদনে বদন মিশাইয়া অধরে অধর রাখিয়া। খেলিব প্রেমেরি খেলা আমরা দুইজনে।।
ধরিয়া তাহারই হাতে চলে যাবে বাগানেতে। কহিব মনেরি কথা সজল নয়নে।।
তার প্রেমেতে মজিয়া নিকুঞ্জে বসিয়া। কত যে ভাবনা আমি ভাবিতেছি মনে।।
আমার বিনোদিনী রাই কোন স্থানে পাই। জড়িয়ে ধরিব তার কমল চরণে।
কিবা শোভা মুখখানি পূর্ণিমার চান্দ জিনি। ভুলিবনা ঐ রূপ জীওনে মরণে।।
অতীত পথিকে ডাকি পন্থ নিরখিয়া থাকি। জ্বলিতেছে হিয়াখানি বিচ্ছেদ আগুনে।।
কুসুম উদ্যানে যাব কোকিলেরি গান শুনিব। কিবা তো বসিয়া রবো যোগিয়া আসনে।।
বুরহানী মরিয়াযাবে প্রেমলীলা শেষহইবে। গাইল প্রেমেরি গান বিষন্নবদনে।।