• বিগলিত কুন্তল মণিময় কুণ্ডল
    বিগলিত কুন্তল মণিময় কুণ্ডল রুনুঝুনু অভরণ বাজ। ঘামহিঁ অলকা তিলক বহি যাওত ঘন দোলত মণি রাজ।। দেখ দেখ দুহুঁ জন-কেলি। দুহুঁ দুহুঁ অধর সুধারস পিবি পিবি দুহুঁ কিয়ে উনমত ভেলি।। গীমহি ভুজযুগ উপর শশোধর কনক ধরাধর মাঝ।। অপরূপ পবনে সঘন জনু দোলত গগন সহিত দ্বিজরাজ।। চঞ্চল চরণ-কমল মণি-নূপুর সশবদ মঙ্গল পুর। মনমথ কোটি মথন করু […] keyboard_arrow_right
  • বিগলিত চিকুর মিলিত মুখমণ্ডল
    বিগলিত চিকুর মিলিত মুখমণ্ডল চাঁদ বেঢ়ল ঘনমালা। মনিময়-কুণ্ডল স্রবণে দুলিত ভেল ঘামে তিলক বহি গেলা। সুন্দরি তুআমুখ মঙ্গল-দাতা। রতি-বিপরীত-সময় জদি রাখবি কি করব হরি হর ধাতা।। কিঙ্কিনী কিনি কিনি কঙ্কন কনকন কল-বর নূপুর বাজে। নিজ মদে মদন পরাভব মানল জয় জয় ডিণ্ডিম বাজে।। তিল এক জঘন সঘন রব করইত হোয়ল সৈনক ভঙ্গ। বিদ্যাপতি পতি ও […] keyboard_arrow_right
  • বিচলিত বেশ কেশ কুচকাঁচুলি
    বিচলিত বেশ কেশ কুচকাঁচুলি উড়তহি পহিরণ বাস। কবহিঁ গোরিতনু ঝোঁখই ঝাঁপই কবহুঁ হোত পরকাশ।। অপরূপ ঝুলনরঙ্গ। রাইক প্রতিতনু হেরইতে মোহন মন মাহা মদনতরঙ্গ।। অতিশয় বেগ বাড়াওল তৈখনে অলখিত ভেল হিণ্ডোর। রাধা চপল ডোর কর তেজল কত কত কাকুতি বোল।। কর গহি কানুকণ্ঠ ধরি কমলিনি ঝূলত জনু হিয়ে হার। নব ঘন মাঝে বিজুরি জুন দোলত রস […] keyboard_arrow_right
  • বিচিত্র আসনে বসিলা সঘনে
    বিচিত্র আসনে বসিলা সঘনে রন্ধন করিলা তায়। ভোজন করিল অতি বিলক্ষণ আচমন করি তায়।। আচমন করি বিচিত্র পালঙ্কে শুতল অক্রূর রায়। কর্পূর তাম্বূল আনল মধুর নন্দ যোগাইল তায়।। তবে পুছে বাণী– “কহ কহ শুনি, কেন বা আইলে ইথে। কহ সমাচার কি হেতু বেভার” অক্রূর বলেন তাথে।। “ধনুর্ম্ময় যজ্ঞ করে নরপতি শুন নন্দঘোষ রায়। কৃষ্ণ বলরাম […] keyboard_arrow_right
  • বিচিত্র আসনে বসিলা সুন্দরী
    বিচিত্র আসনে বসিলা সুন্দরী রাধার মন্দির-ঘরে। বিনোদিনী রাই কহেন তাহাই অধিক আদর করে।। বিয়োগী দেখিয়া নবীন কিশোরী বিবিধ মিঠাই আনি। শাকরই ক্ষীর ঝুনা নারিকেল চিনি চাপাকলা ফেণী।। আনি বিনোদিনী রাজার নন্দিনী যোগাই তাহার কাছে। পুন পুন কহে— “এ[ ] প বদনে তবে বহু সুখ আছে।।” হাসিয়া রমনী কুলের কামিনী কহেন উত্তর বানী।– “এসব মিষ্টান্ন দুজনে […] keyboard_arrow_right
  • বিচিত্র পালঙ্কে শয়ন করায়ে
    বিচিত্র পালঙ্কে শয়ন করায়ে নন্দরাণী কিছু বলে। “আজি কেন ধেনু উছর গমন আনিলে যতেক পালে।।” মায়ে কিছু বলে গমন-বিলম্ব– “শুনহ বেদনী মাই। চোরা ধেনু সনে যাইতে যাইতে বনে বনে বুলি তাই।। বিষম বিপাকে চোরা ধেনু সনে পাইয়ে যাতনা বড়ি। একলা কত না ফিরাব বাছুরি কাননে যাইয়া পড়ি।। যদি কিছু বলি ভাই বলরামে ফিরাইতে ধেনুপাল। শীতল […] keyboard_arrow_right
  • বিচিত্র আসনে বসিলা সঘনে
    বিচিত্র আসনে বসিলা সঘনে রন্ধন করিলা তায়। ভোজন করিল অতি বিলক্ষণ আচমন করি তায়।। আচমন করি বিচিত্র পালঙ্কে শুতল অক্রূর রায়। কর্পূর তাম্বুল আনল মধুর নন্দ যোগাইল তায়।। তবে পুছে বাণী কহ কহ শুনি কেন বা আইলে ইথে। কহ সমাচার কি হেতু বেভার অক্রূর বলেন তাথে।। ধনুর্ন্ময় যজ্ঞ করে নরপতি শুন নন্দ ঘোষ রায়। কৃষ্ণ […] keyboard_arrow_right
  • বিচিত্র পালঙ্কে শয়ন করায়ে
    বিচিত্র পালঙ্কে শয়ন করায়ে নন্দরাণী কিছু বলে। “আজি কেন ধেনু উছর গমন আনিলে যতেক পালে।।” মায়ে কিছু বলে গমন বিলম্ব “শুনহ বেদনী মাই। চোরা ধেনু সনে যাইতে যাইতে বনে বনে বুলি তাই।। বিষম বিপাকে চোরা ধেনু সনে পাইয়ে যাতনা বড়ি। একলা কত না ফিরাব বাছুরি কাননে যাইয়া পড়ি।। যদি কিছু বলি ভাই বলরামে ফিরাইতে ধেনুপাল। […] keyboard_arrow_right
  • বিচ্ছেদ আনলে নারী মন উত্তালা ছখি
    বিচ্ছেদ আনলে নারী মন উত্তালা ছখি গো হৃদ মন্দিরে সাম চিকন কালা। ধূ মোহন মররীর রবে ঝরঝরিত তনু হবে কার ঠাই ফোকারী মুই অবলা। যার ঠাই বলিব দুঃখ সে হইয়া যায় বৈমুখ মাথে মোর কুলকলঙ্কের ডালা। সখি গো রজনী হইল শেষ না পাইলাম বন্ধের উদ্দেশ মুই রইলাম একেলা আপনার কর্মদোষে বন্ধে মোরে ভিন্ন বাসে তার […] keyboard_arrow_right
  • বিচ্ছেদে বিকল ভেল দুহুঁক পরাণ
    বিচ্ছেদে বিকল ভেল দুহুঁক পরাণ। দরদর অন্তর ঝরয়ে নয়ান।। দুহুঁ মনে মনসিজ জাগি রহু। তিল বিছুরণ নহে কেহ কাহু।। নিশবদে শূতল নিন্দ নাহি ভায়। বিয়োগ বিয়াধি বিথারল গায়।। দুহুঁকে দুলহ নেতা দুহুঁ ভালে জান। দুহুঁজন মিলনে মধ্যত পাঁচবাণ।। রায়শেখর জানে ইহ রস-রঙ্গ। পরবশ প্রেম সতত নহে সঙ্গ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ