বিচ্ছেদ আনলে নারী মন উত্তালা ছখি গো হৃদ মন্দিরে সাম চিকন কালা। ধূ
মোহন মররীর রবে ঝরঝরিত তনু হবে কার ঠাই ফোকারী মুই অবলা।
যার ঠাই বলিব দুঃখ সে হইয়া যায় বৈমুখ মাথে মোর কুলকলঙ্কের ডালা।
সখি গো রজনী হইল শেষ না পাইলাম বন্ধের উদ্দেশ মুই রইলাম একেলা
আপনার কর্মদোষে বন্ধে মোরে ভিন্ন বাসে তার মধ্যে ননদীর জ্বালা
ছখি গো ফজল উদ্দিনে বলে পড়িও না ননদীর ছলে
নিরাইবেলা গাথ পুষ্পের মালা বৃন্দাবন বিচারিয়া সর্বফুল মিলাইয়া
হার গাথিয়া পৈরাও নিশাবেলা ছখি গো হৃদ মন্দিরে সাম চিকন কালা।