• আমি যার লাগি আসিলাম কুঞ্জে
    আমি যার লাগি আসিলাম কুঞ্জে সে বা কৈ প্রাণ সৈ। ধু। আমার বন্ধু বিনে মনের ব্যথা কারে ডাকিয়া কৈ প্রাণ সৈ।। ললিতা বিশখা সখি এখন উপায় করি কি। অবসান হইল নিশি নারীর চিত্তে কত সৈ ।। কেওয়া না কেতকী ফুলে বাসর সাজাই কৌশলে। ওলি বিনে সেই শয্যা অগ্নিকুণ্ডে ফেলি দই।। সত্যধর আশায় থাক বঞ্চিৎ না […] keyboard_arrow_right
  • প্রেমানলে পুড়িয়া হইলাম ছার সখি
    প্রেমানলে পুড়িয়া হইলাম ছার সখি গো কৈ রৈল প্রাণ বন্ধুয়া আমার। ধু থাকিতে জীবন হল না পদার্পণ বল সখি উপায় কি তাহার। বিচ্ছেদের জ্বালায় কান্দে প্রাণ সদায় কেমনে ধারে যাই তার পিরীতি করিয়া রৈল সাম লুকাইয়া বহু দোষ পাইয়া আমার। আমি দুরাচারী চরণের ভিখারী কেমনে ভুলি ত্রিভঙ্গিনী তার জিতে না হইল দেখা শুন গো বিশখা […] keyboard_arrow_right
  • বাঁশীর সুরে যুবতীর মনহরা সখি গো
    বাঁশীর সুরে যুবতীর মনহরা সখি গো কুলনাশা বাঁশীয় কি এই ধারা। ধু আর সখি গো বিরহ বিচ্ছেদ আনলে নারীর মন সদায় পুড়ে আসব বইলে নিশি হইল সারা।। না পুরিল মনের সাদ ঘরে সদায় পরিবাদ রাত্রদিন ননদী দেয় পাহারা । সখি গো যখন শয্যায় শুইয়া যাই বলে শুনি রাই রাই কর্ণপাতে হই যাই বুদ্ধিহারা।। নিদ্রাভঙ্গ হইয়া […] keyboard_arrow_right
  • বিচ্ছেদ আনলে নারী মন উত্তালা ছখি
    বিচ্ছেদ আনলে নারী মন উত্তালা ছখি গো হৃদ মন্দিরে সাম চিকন কালা। ধূ মোহন মররীর রবে ঝরঝরিত তনু হবে কার ঠাই ফোকারী মুই অবলা। যার ঠাই বলিব দুঃখ সে হইয়া যায় বৈমুখ মাথে মোর কুলকলঙ্কের ডালা। সখি গো রজনী হইল শেষ না পাইলাম বন্ধের উদ্দেশ মুই রইলাম একেলা আপনার কর্মদোষে বন্ধে মোরে ভিন্ন বাসে তার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ