প্রেমানলে পুড়িয়া হইলাম ছার সখি গো কৈ রৈল প্রাণ বন্ধুয়া আমার। ধু
থাকিতে জীবন হল না পদার্পণ বল সখি উপায় কি তাহার।
বিচ্ছেদের জ্বালায় কান্দে প্রাণ সদায় কেমনে ধারে যাই তার
পিরীতি করিয়া রৈল সাম লুকাইয়া বহু দোষ পাইয়া আমার।
আমি দুরাচারী চরণের ভিখারী কেমনে ভুলি ত্রিভঙ্গিনী তার
জিতে না হইল দেখা শুন গো বিশখা মরিলে হবে নি গো আর
বলে হীন ফজলে ভেইবে প্রেমাকুলে ও তোর কৃপাগুণে লাগাও কিনার
সখি কৈ রৈল প্রাণনাথ বন্ধু আমার।।