বৃন্দাবনে কে টানে মুরারী ওলো বৃন্দবনে কে টানে মুরারী। মোহন স্বরে বাজে বীণা, শুনতে মধুর তানা না না, কে-বা বাজায় আমার সাক্ষাতে। (ওলো সজনী) আমি যদি জানি আগে, ভেরীটি ধরিত রাগে, তবে বংশী হৈত আপনা। (ওলো সজনী) সরল বাঁশের বাঁশী, তার সনে আছে শশী, তার তানে বৃন্দাবন হৈল প্রকাশ। দিন যামিনী ঝুরে মরি, হৃদয় পিঞ্জর […]
keyboard_arrow_right