বৃন্দাবনে রাধা কানু রঙ্গের রঙ্গিআ। চল রে সখী সব রূপ দেখি গিয়া।। ধু
তুমি ত চিকন-কালা রূপেতে মোহন। কনক-বরণ-রাধে মিলিছে আপন।।
রাধা বালা নব শশী কানু পূর্ণ চান্দ। একি অপরূপ দেখি চান্দের উপরে চান্দ।।
রূপেতে নৈরূপ বৈসে রূপে অনুপাম। রূপ না থাকিলে কার রাধা কানু নাম।।
কহে সৈয়দ আইনদ্দিনে হেরি রূপ পূর। সব রূপ একই রূপ রূপ কি মধুর।।