মরম দগধে প্রেমবাণে। বন্ধুয়ারে শরীর ভেদিল কামবাণে।। ধু তোমা সঙ্গে করি প্রেম, হারাইলাম জাতি ধর্ম, আর মরি লোক পরিবাদে। তোমা কি কহিব বন্ধু, আমার কপাল মন্দ, কি করিলা অই দীননোথে।। তোমার কঠিন হিয়া, ভজ নানা নারী লৈয়া, কোথা গেলা বসি রৈনু আমি। পালঙ্গ সাজাই নারী, জাগিয়া কান্দিয়া পুড়ি, নিশি গেল না আসিলা তুমি।। কহে সৈয়দ […]
keyboard_arrow_right