নাইহরের বন্ধু রে দেখি আজু কেনে মান। এ বুক বিদরে দেখি মলিন বয়ান।। ধু
মুখে মুখ দিয়া পতি করিছে শয়ন। তিলে তিলে ননদী জাগএ গুরুজন।
এ মেঘ আন্ধার রাত্রি গহন প্রবেশ । হাতে প্রাণ লই আইলু’ কিকহিমু বিশেষ।।
কহে সৈয়দআইনুদ্দিনে পহুঁ নিঠুরিয়া। আজু পতিপাইলে সে নাদিমু ছাড়িয়া।।