খোস না লাগে মোর গৃহের বেভার। রাজপন্থে ননদিয়া দিছে আঁখি ঠার।। ধু
একেত চিকন কালা আর বিনোদিআ। ঠমকে মোহিত কৈল অবলার হিআ।।
তড়িত চমক জিনি ঐরূপ ভঙ্গিমা। অরুণ নিন্দিআ আছে অধর রঙ্গিমা।।
কহে সৈয়দ আইনুদ্দিনে ধৈরজ ধরিআ। গোপত মন্দিরে নাগর লঅত বরিআ।