বিনোদ, আজু যাও ঘর। তোমারে খাইব সাপে বন্ধু, কলঙ্ক রহিব মোর।। ধু
উঠানেত হাঁটু পানি সম্মুখে গড়খাই। সোনা হেন বন্ধুআ রাখিমু কোন ঠাঁই।।
ঘরে থাকে খশুআ কুকুর চৌদিকে মান্দার । কেমতে হইব বাহির বন্ধু, ঘরেতু আমার।।
ঘরেত জঞ্জাল রে বন্ধু আর বাপ ভাই। মাঝিআলে শুতিআছে ভগিনীজামাই।।
কহে সৈয়দ আইনদ্দিনে মন কর শান্ত। এক চিত্তে প্রভুভাব মিলাইব কান্ত।।