বিনোদ আমার বাড়িতে আয়
আমার বাড়িত আইলে বিনোদ জাতি নাহি যায়। ধু
হাড়ি দিমু বাসন দিমু বিনোদ বাড়ীর বেগুন
সরু ধানের চাউল দিমু বিনোদ করিও রাঁধন।।
শালিয়া ধানের টাউল দিমু বিসমালি ধানের খই
আমার বাড়ি ত আইলে দিমু মিষ্ট ভাণ্ড দই।।
সৈয়দ মর্তুজা কহে মনেতে ভাবিয়া মন ঝুরে তন পোড়ে ঐ কালার লাগিয়া।।