ফুল্লেন্দীবর-কান্তি-মনোহর মুখ-বর-শারদ-চান্দ। কৃত-অবতংস প্রশংস সুমাধুরি শিখণ্ডি-শিখণ্ড-সুছান্দ।। ভজ মন পরমানন্দ। নিজ মন অভিমত গো গোপাবৃত অপরূপ নাম গোবিন্দ।।ধ্রু।। শ্রীবৎসাঙ্ক বক্ষ কৌস্তভ-ধর পীতাম্বর পহিরান। ত্রিভুবন-সুন্দর অদভূত-বেণু-কর মনোহর-সুললিত-গান।। গোপী-নয়নোৎপল-দল-পূজিত বৃন্দাবন-নব-কাম। ক্ষোভিত-মানস রাধামোহন পূরল অভিমত কাম।।
keyboard_arrow_right