• ভুবন ছানিয়া যতন করিয়া
    ভুবন ছানিয়া যতন করিয়া আনিনু প্রেমের বীজ। রোপণ করিতে গাছ যে হইল সাধিল মরণ নিজ।। সই, প্রেম-তরু কেন হৈল। হাম অভাগিনী দিবস রজনী সিচিতে জনম গেল।। পীরিতি করিয়া সুখ যে পাইব শুনিনু সখীর মুখে। অমিয়া বলিয়া গরল কিনিয়া খাইনু আপন মুখে।। অমিয়া হইত স্বাদু লাগিত হইল গরল ফলে। কানুর পীরিতি শেষে হেন রীতি জানিনু পুণ্যের […] keyboard_arrow_right
  • ভুবন ছানিয়া যতন করিয়া
    ভুবন ছানিয়া যতন করিয়া আনিল প্রেমের বীজ। রোপণ করিতে গাছ যে হইল সাধল মরণ নিজ।। সই, প্রেম-তরু কেন হৈল। হাম অভাগিনী দিবস রজনী সিঁচিতে জনম গেল।।ধ্রু।। পীরিতি করিয়া সুখ যে পাইব শুনিলুঁ সখীর মুখে। অমিয়া বলিয়া গরল কিনিয়া খাইলুঁ আপন মুখে।। অমিয়া হইত স্বাদ যে লাগিত হইল গরল ফলে। কানুর পীরিতি শেষে হেন রীতি জানিলুঁ […] keyboard_arrow_right
  • ভুবন মোহন শ্যামচন্দ্র
    ভুবন মোহন শ্যামচন্দ্র । ভানু-সুতা পানে চায় হাসি হাসি কথা কয় শুন শুন যুবতীর বৃন্দ ।।ধ্রু।। জলের ঘুরণি বড় তরণী আমার দড় অশ্ব গজ কত নর নারী। দেবতা গন্ধর্ব যত পার করি শত শত যুবতী যৌবন ইথে ভারি।। উমড়িয়া শ্যাম মেঘে ঘিরি নিল চারিদিগে পবনে কাঁপয়ে সব তনু । ঘন উছলিছে জল নৌকা করে টলমল […] keyboard_arrow_right
  • ভুবন মোহন রূপ অতি মনোহর
    ভুবন মোহন রূপ অতি মনোহর, ঝলমল করে রূপ দেখিতে সুন্দর।। ধু তরুমূলে করে কেলি ত্রিভঙ্গ হইয়া। কত কত নাগরী রহে চান্দ মুখ চাইয়া।। জিনি শশী দিবাকর জিনিয়া উঝল। আন মোহিত হইল ব্রজ রমণী সকল।। কপালে তিলক চাঁন্দ জিনি তারাগণে। চিকুর জিনিয়া ছটা পড়িছে গগনে।। সৈয়দ মর্তুজা কহে নাগর রসিয়া। আন ভুলায়ল মুরলী শুনাইয়া ।। keyboard_arrow_right
  • ভুবনমঙ্গল গোরা গুণে লোকনাথ ভোরা
    ভুবনমঙ্গল গোরা গুণে লোকনাথ ভোরা তিঁহ নরোত্তমে দয়া করি। রাধাকৃষ্ণলীলা গুণ নিজ শক্তি আরোপণ পিয়াইলা গৌরাঙ্গ মাধুরি।। অনুখণ গোরা রঙ্গে বিলাস বৈষ্ণব সঙ্গে প্রিয় রামচন্দ্র সঙ্গে লৈয়া। শ্রীভাগবত আদি গ্রন্থগীত বিদ্যাপতি নিজ পহু গুণ আস্বাদিয়া।। নরোত্তম দীনবন্ধু অপার করুণা সিন্ধু রূপে গুণে রসের মুরতি। রামচন্দ্র না দেখিয়া সদাই বিদরে হিয়া কে বুঝিবে ঐছন পিরীতি।। মোর […] keyboard_arrow_right
  • ভুবনমোহন রূপ না জায় বরণী
    ভুবনমোহন রূপ না জায় বরণী। কত কাম জিনিঞা ঠাম চামক চলনি।। কথায়ে কত যে মলুঁ কে কহু পিরিতি।। চান্দ মুখ দেখি বাটে অধিক আরতি। সই তোর মরম কহিলু । জাতি কুল শীল নিছিতে ইছিলু। ইসত হাসিতে পড়ে অমিঞা করণি। রূপ চাহিতে কান্দে প্রাণ হিয়ার পুতুলি।। প্রতি অঙ্গ দেখি মোর প্রতি অঙ্গ ঝুরে। ভুরু-ভঙ্গির ফাঁন্দে লুকোতে […] keyboard_arrow_right
  • ভুবনে আছয়ে যত বৈদগধিসারে
    ভুবনে আছয়ে যত বৈদগধিসারে। উপরে কনয়া কাঁতি অমিয়া অন্তরে।। রাই হাসিয়া বোলাও। পাঁচ শরে জর জর জনেরে বাঁচাও।। প্রতি অঙ্গে পড়ে কত রসের হিলোলি। পরশিতে চিতে করোঁ পায়ের অঙ্গুলি।। অধর অরুণছবি বান্ধুলি-সোহাগে। মন মধুকর সদা উড়ে অনুরাগে।। নয়নঅঞ্চলে দোলে হিয়ার পুতলি। মুখছান্দে চান্দ কান্দে পাতএ অঞ্জলি।। সিঁথের সিন্দূর হেরি দিনমণি ঝুরে। এত রূপ গুণ যার […] keyboard_arrow_right
  • ভুলে ভুলে রে দোহাঁর রূপে নয়ন ভুলে
    ভুলে ভুলে রে দোহাঁর রূপে নয়ন ভুলে। কনক লতিকা রাই তমালের কোলে।। বিজন বনে বনে ভ্রমই দুহুঁ। দোহাঁর কান্ধে শোভে দোহাঁর বাহু।। দীপ সমীপে যেন ইন্দ্রনীলমণি। জলদে জড়ায়ল যেন সৌদামিনী।। কষিতে কষিল নহে কুন্দন হেম। তুলনা দিবারে নাহি দোহাঁকার প্রেম।। বদনে বদন দিতে মদন জাগে। আলিঙ্গন দিয়া শ্যাম কিবা ধন মাগে।। চান্দ উপরে চান্দ দিয়ে […] keyboard_arrow_right
  • ভূখণ্ডমণ্ডল মাঝে তাহাতে শ্রীখণ্ড সাজে
    ভূখণ্ডমণ্ডল মাঝে তাহাতে শ্রীখণ্ড সাজে মধুমতী যাহে পরকাশ। ঠাকুর গৌরাঙ্গ সনে বিলসয়ে রাত্র দিনে নাম ধরে নরহরি দাস।। শ্রীরাধিকা সহচরী রূপে গুণে আগরি মধুর মাধুরী অনুপাম। অবনীতে অবতরি পুরুষ আকৃতি ধরি পূর্ণ কৈল চৈতন্যের কাম।। মধুমতী মধুদানে ভাসাইলা ত্রিভুবনে মত্ত কৈলা গৌরাঙ্গ নাগর। মাতিল সে নিত্যানন্দ আর সব ভক্তবৃন্দ বেদ বিধি পড়িল ফাঁফর।। যোগপথ করি […] keyboard_arrow_right
  • ভোখে ভাত না খায় পিয়া তিরিষায় পানী
    ভোখে ভাত না খায় পিয়া তিরিষায় পানী রাতি দিবস মোর দেখে মুখখানি।। আঁখির নিমিখে পিয়া হারায় হেন বাসে। হেন পিয়া কেমনে আছয়ে দূর দেশে।। প্রাণ করে ছটপট নাহিক সম্বিত। কি করিয়া পাসরিব পিয়ার পিরিতি।। মরিব মরিব সই কি আর যতনে। সে পিয়া পাসরে যদি কি ছার জীবনে।। কত পরিহার কৈল ধরিয়া আঁচলে। হাস বিলাস কত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ