ভজন সাধন করবি, রে মন, কোন রাগে। আগে মেয়ের অনুগত হও গে।। জগৎ-জোড়া মেয়ের বেড়া রে, কেবল একপতি সাঁইজী জাগে।। মেয়ে সামান্য ধন নয়, জগৎ করছে আলোময়, কোটী চন্দ্র জিনি’ কিরণ বুঝি আছে মেয়ের পায়। মেয়ে ছাড়া ভজন করা রে তা হবে না কোনো যুগে।। যদি রূপার টাকা পায়, জীবে কপালে ছোঁওয়ায়, কত রজত-কাঞ্চন সেনা-রূপা […]
keyboard_arrow_right