ভজ সখি নন্দকিশোর, কেলি কলা রসে ভোর। ধু
গগনে গরজে মেহু শিখরে ময়ূর। আমারে ছাড়িয়া প্রিয় রৈলা মধুপুর।।
অন্ন নাহি খায় সখি আন নাহি ভায়। আঁখির পলকে সখি নিশি না পোহায়।।
বন্ধুরে পুছিও সখি জীবনের উপায়। চান্দমুখ দরশনে সখি নয়ান জুড়ায়।।
সৈয়দ মর্তুজা কহে সখি অকূল পাথার।
নদীয়ার কিনারে ঝুরি না জানি সাঁতার।।