মাধব বুঝনু মরম কি ভাব। পুর-নব প্রেম, ভূরি সুখ সম্পদ, ছোড়ি কাহে ব্রজ যাব।। সংপ্রতি পুরপতি, ভূপতি মহামতি, তাঁহা তাঁহা পশুপতি ভান। তলি দল শৃঙ্গ, বংশী মুরলী রব, হই কত রাজ নিশান।। কালিন্দী তট বট, নীপ ছায়ে বসি, নিজ তনু নিরখিতে নীরে। ইহ অট্টালিকা, রতন পর্য্যঙ্ক পবি, মুকুর জড়িত কত পুরে।। তাঁহা নব পল্লব, বীজই […]
keyboard_arrow_right