মুনিব হইয়া কর তুমি চুরি, ঠাকুরা চোরা, ঠাকুরা চোরা রে মুনিব হইয়া কর চুমি চুরি। মন মোর কইলে চুরি, প্রাণ নিলে হরি। সহিতে না পারি মুনিব, তোমার চাতুরি।। মনে লয়ে ফাল্ দিয়া গিয়া, আঞ্জা করিয়া ধরি। তোমার প্রেমে মত্ত হইয়া বাড়ী বাড়ী ঘুরি।। যে অবধি দেখিয়াছি, তোমার রঙ্গ নুরি। আমার ঘরে আস্তে কেন কর জোরজুরি। […]
keyboard_arrow_right