• মুদির-মরকত মধুর মূরতি
    মুদির-মরকত মধুর মূরতি মুগধ মোহন ছান্দ। মল্লি-মালতি- মালে মধুমত মধুপ মনমথ-ফান্দ।। শ্যাম-সুন্দর সুঘড়-শেখর শরদ-শশধর হাস। সঙ্গে সবয়স সুবেশ সম-রস সতত সুখময় ভাষ।। চিকণ চাঁচর চিকুর চু্ম্বিত চারু চন্দ্রক পাঁতি । চপল চমকিত চকিত চাহনি চীত চোরক ভাঁতি।। গিরিক গৈরিক গোরজ গোরচন গন্ধ-গরভিত বাস। গোপ গোপন গরিম গুণ-গান গাওয়ে গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • মুনি-মন মোহনে মানিনী মনে
    মুনি-মন মোহনে মানিনী মনে মৃগেন্দ্র মাতঙ্গ মস্তকে মারল মন হোহে মারে মদনে। ধু মোহন মূরতি মণিময় মোতি মনোহর মুখ-মুকুরে মালতী মঞ্জুল মুকলিত মাল মকরন্দ মত্ত মধুকরে মলয়া মারুত মধুকর মণ্ডল মিলিত মৌলিত মাতে মৃগমদ মলয়জ মঞ্জন মর্দন সানন্দ মনমথ মাথে। মথুরার মাঝে মন্দয় মন্দয় মূরছএ মুররী মধুরি। মতি পীর মোহাম্মদ মজিত মূরছিত মানস মিলব মোহোরি। keyboard_arrow_right
  • মুনিগণ যারে ভাবে নিরন্তরে
    মুনিগণ যারে ভাবে নিরন্তরে অনন্ত সহস্র মুখে। সে জন না পায় মহিমা অপার আন কি জানিব লোকে।। ধন্য সে গোকুল- নগর সকল সদাই দেখয়ে কানু। ধন্য সে যশোদা ধন্য সে গোপিনী সঁপিল আপন তনু।। ব্রজবাসী বালা ভাল পেয়ে মেলা কানাই সঙ্গেতে খেলে। ‘ভাই, ভাই’–বলি কাঁধে করে লয়ে চরায় ধেনুর পালে।। না জানে লোকেতে গোলোক-ঈশ্বর বিহরে […] keyboard_arrow_right
  • মুনিব হইয়া কর তুমি চুরি ঠাকুরা চোরা
    মুনিব হইয়া কর তুমি চুরি, ঠাকুরা চোরা, ঠাকুরা চোরা রে মুনিব হইয়া কর চুমি চুরি। মন মোর কইলে চুরি, প্রাণ নিলে হরি। সহিতে না পারি মুনিব, তোমার চাতুরি।। মনে লয়ে ফাল্‌ দিয়া গিয়া, আঞ্জা করিয়া ধরি। তোমার প্রেমে মত্ত হইয়া বাড়ী বাড়ী ঘুরি।। যে অবধি দেখিয়াছি, তোমার রঙ্গ নুরি। আমার ঘরে আস্‌তে কেন কর জোরজুরি। […] keyboard_arrow_right
  • মুরছল সহচরি মুরছল গোরি
    মুরছল সহচরি মুরছল গোরি। কো পরবোধব সবহুঁ বিভোরি।। তুরিতে মিলল তাহাঁ নন্দকুমার। সবহুঁ গোপীগণ নয়নে নেহার।। চেতন পাই উঠয়ে সচকীত। পাওল জীবন ভেল সম্বীত।। পুন না দেখিয়া রাই আকুল ভেল। ইহ যদুনন্দন হৃদি মাহা শেল।। keyboard_arrow_right
  • মুরছিত যব রহ নারি
    মুরছিত যব রহ নারি। সো দুখ কহই না পারি।। যব নামহি তব লেই। চেতন পাই তব রোই।। সো কছু শুনহ কান। হাম কহই কিয়ে জান।। কহইতে বিদরে পরাণ।। গোবিন্দদাস পরমাণ।। keyboard_arrow_right
  • মুরছিত রাই হেরি সব সখিগণ
    মুরছিত রাই হেরি সব সখিগণ হোয়ল বিকল পরাণ। ঊর পর কত শত কর-ঘাত হানই নীঝরে ঝরয়ে নয়ান।। হরি হরি কিয়ে আজু দৈবক খেলি। রাইক শ্রবণে শ্যাম দুই আখর উচ-সরে সবজন কেলি।। বহুখনে চেতন পাই সুধামুখি কাতরে চৌদিশে চাহ। বেঢ়ি সব সহচরি করয়ে আশ্বাসন কানু কহে যবে পুর মাহ।। তুরিতহিঁ সঙ্কেত-কুঞ্জে তোহে মীলব হোয়ব অধিক উলাস। […] keyboard_arrow_right
  • মুরতি দামিনী মদন কামিনী
    মুরতি দামিনী মদন কামিনী বদন যামিনীকান্ত রে। (তছু) চিবুকে মৃগমদ বিন্দু ছন্দহি হামারি করু জীবনান্ত রে।। নাসা মোতিম যৈছে তিল ফুল ঝুলত অমিয়াক বিন্দু রে। দিঠি বঙ্কিম ভঙ্গিম হেরত রঙ্গিম অনঙ্গক সিন্ধু রে।। গণ্ডমণ্ডল দোলত কুন্তল হামারি জিউ তছু সঙ্গে রে।। শ্যামা ভামিনী ভুজগ কামিনী নিন্দি ভাঙ বিভঙ্গে রে।। সুন্দর সিন্দূর বিন্দুকো রহি উজর বেণী […] keyboard_arrow_right
  • মুরলি রে মিনতি করয়ে বারে বার
    মুরলি রে মিনতি করয়ে বারে বার। শ্যামের অধরে রৈয়া রাধা রাধা নাম লৈয়া তুমি মেনে না বাজিও আর।। খলের বদনে থাক নাম ধরি সদা ডাক গুরুজনা করে অপযশ। খল হয় যেই জনা সে কি ছাড়ে খলপনা তুমি কেনে হও তার বশ।। তোমার মধুর স্বরে রহিতে নারিলাম ঘরে নিঝরে ঝরয়ে দুনয়ান। পহিলে বাজিলা ঘরে কুল শীল […] keyboard_arrow_right
  • মুরলী শিখিলে যদি বিনোদিনী রাই
    মুরলী শিখিলে যদি বিনোদিনী রাই। খানিক নাচহ তুমি মুরলী বাজাই।। রাই অঙ্গে অঙ্গ দিয়া নাগর কাহ্নাই। নাচিতে নাচিতে যায় দোঁহে এক ঠাঁই।। তা দেখি ময়ূরীগণ নাচে ফিরি ফিরি। জয় রাধে জয় কৃষ্ণ গায় শুকসারি।। ফলফুলে তরুলতা লম্বিত হইয়া। চরণ পরশ লাগি পড়ে লোটাইয়া।। বৃন্দাবনে আনন্দ হিলোল বহি যায়। গোবিন্দদাস হেরি নয়ন জুড়ায়।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ