মুনিব হইয়া কর তুমি চুরি, ঠাকুরা চোরা,
ঠাকুরা চোরা রে মুনিব হইয়া কর চুমি চুরি।
মন মোর কইলে চুরি, প্রাণ নিলে হরি।
সহিতে না পারি মুনিব, তোমার চাতুরি।।
মনে লয়ে ফাল্‌ দিয়া গিয়া, আঞ্জা করিয়া ধরি।
তোমার প্রেমে মত্ত হইয়া বাড়ী বাড়ী ঘুরি।।
যে অবধি দেখিয়াছি, তোমার রঙ্গ নুরি।
আমার ঘরে আস্‌তে কেন কর জোরজুরি।
হাছন জানরে দান করিয়াছি,কত চরণ ধরি।
তোমার রূপ রঙ্গ দেখিয়া, বঞ্চিতে না পারি।।
দিনে রাইতে তোমার লাগিয়া অভাগীয়া ঝুরি।
আমি তোমার দাস হইয়া দাসত্ব যে করি।।
এ বাসনা পূর্ণকর ওরে দয়াল হরি। যোগে যোগে কালে কালে হও তুমি আমারি।।
এই ভিক্ষা দেও হাছন রাজারে তোমারি।
প্রেমের ঔষধ হইয়া রক্ষা কর মোর বেমারি।।
আইস আইস ঠাকুর মুনিব করিয়ে ত্বরাতরি।
প্রেমের ঔষধ হইয়া আইস নতু প্রাণে মরি।।
হাছন রাজার প্রাণ যায় লাগিয়ে ঠাকুরেরি।
ঠাকুরা চোরা ঠাকুরা চোরা রে, মুনিব হইয়া কর তুমি চুরি।।