এগো সুন্দরী দিদি, কথা শুনিয়া যা গো। প্রাণ বন্ধু মোর কোথা আছে, বলিয়া মোরে দে গো।। না হেরিয়া বন্ধু মম, হইয়া আছি মৃত সম। এখনে কি করি করি, করি গো।। করিয়া আমার মন চুরি, কোথা গেল প্রাণ হরি। ধরতে গেলে না যায় ধরা, কেম্নে তারে ধরি গো।। হাছন রাজা বলে দিদি, মনকে আমি কত সাধি।। […]
keyboard_arrow_right