• (আরে) তোরে লইয়া করেন খেলা
    (আরে) তোরে লইয়া করেন খেলা আমার ঠাকুর কানাইয়ে। কেমনে খেলা কর গো রাধে ভাগিনীকে লইয়ে। শুন গো রাধে বলি তোমারে, তোমার একি রীতি। ভদ্রের মাইয়া তুমি গো হইয়া কেন গো অসতী।। লাজ কি নাই তোর, নির্লজ্জা রাধে যাও কদমতলে। নন্দের সুতে গাঁথিয়া হার, দেয় তোমায় গলে।। অখ্যাতি জগতে গো রাধে হইল প্রচার। স্বদেশে বিদেশে কলঙ্ক […] keyboard_arrow_right
  • আমার হৃদয়েতে শ্রীহরি আমি কি
    আমার হৃদয়েতে শ্রীহরি, আমি কি তোর যমকে ভয় করি। শত যমকে তেড়ে দিব, সহায শিব শঙ্করী।। আমি যখন উঠি রেগে, দেখে যমদূত ভাগে। আসে না মোর মায়ের আগে, দেখ যেয়ে লক্ষণছিরী।। হাছন রাজার সন্ধান আছে, যম কি আসবে তার কাছে। প্রাণ দিয়েছি হরির কাছে, যম কারে নিবে ধরি।। keyboard_arrow_right
  • আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা
    আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা, আমি তোমার কাঙ্গালী গো। তোমার লাগিয়া কান্দিয়া ফিরে, হাছন রাজা বাঙ্গালী গো।। তোমার প্রেমে হাছন রাজার, মনে হুতাশন। একবার আসি হৃদ কমলে, করয়ে আসন।। আইস আইস প্রাণ প্রিয়সী ধরি তোমার পায়। তোমায় না দেখিলে আমার, জ্বলিয়ে প্রাণ যায়।। ছট্‌ ফট্‌ করে হাছন, তোমার কারণ। ত্বরা করি না আসিলে হইব […] keyboard_arrow_right
  • আমি মরিয়া পাই যদি শ্যামের রাঙ্গা চরণ
    আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণ। (আরে) তবে সে রঙ্গিণী রাধার, সাফল্য জীবন।। মরিয়া মরিয়া যদি, শ্যামের লাগাল পাই। রাঙ্গা চরণে ধরি জনম গোওয়াই।। ছাড়াইলে না ছাড়িমু, ধরিমু চরণ। যাহা করে জগন্নাথ, জগৎমোহন।। হাছন রাজায় বলে জান, যাইবে যখন। সে সময়ে দেখ্‌তে চাই যুগল চরণ।। keyboard_arrow_right
  • আমিই মূল নাগর রে আসিয়াছি
    আমিই মূল নাগর রে, আসিয়াছি খেইড় খেলিতে, ভব সাগর রে। আমি রাধা আমি কানু আমি শিব শঙ্করী। অধর চাঁদ হই আমি, আমি গৌরহরি।। খেলাখেলিবারে আইলাম এভবের বাজারে। চিনিয়া না কোন জনে আমায় ধরতে পারে।। আমিই মূল, আমিই কোল, আমি সর্বঠাই। আমি বিনে এ সংসারে আর কিছু নাই।। নাচ নাচ হছন রাজা, কারে কর ভয়। আমিত্ব […] keyboard_arrow_right
  • এগো সুন্দরী দিদি কথা শুনিয়া যা গো
    এগো সুন্দরী দিদি, কথা শুনিয়া যা গো। প্রাণ বন্ধু মোর কোথা আছে, বলিয়া মোরে দে গো।। না হেরিয়া বন্ধু মম, হইয়া আছি মৃত সম। এখনে কি করি করি, করি গো।। করিয়া আমার মন চুরি, কোথা গেল প্রাণ হরি। ধরতে গেলে না যায় ধরা, কেম্‌নে তারে ধরি গো।। হাছন রাজা বলে দিদি, মনকে আমি কত সাধি।। […] keyboard_arrow_right
  • ওমা কালী কালী গো এতনি ভঙ্গিমা জান
    ওমা কালী! কালী গো! এতনি ভঙ্গিমা জান। কত রঙ্গ ঢঙ্গ কর যা ইচ্ছা হয মন।। মাগো স্বামীর বুকে পা দেও মা ক্রোদ্ধা হইলে রণ। কৃষ্ণরূপে প্রেমভাবে, মামীর বসন টান।। আদ্যাশক্তি হইয়া মাগো! পুত্র লইলায় বর। শতবার মারিয়া মাগো; কর পুত্রের ঘর।। কখন কালী, কখন রাধা, কখন গো তারিণী। জ্ঞানচক্ষে চাইয়া দেখিস মা মোর পরাণী। কালীরূপ […] keyboard_arrow_right
  • কানাই তুমি খেইড় খেলাও কেনে
    কানাই তুমি খেইড় খেলাও কেনে ? রঙ্গের রঙ্গিয়া কানাই, কানাই তুমি খেইড় খেলাও কেনে। এই কথাটা হাছন রাজার উঠে মনে মনে।। স্বর্গপুরী ছাড়িয়া কানাই আইলায় এ ভুবনে। হাছন রাজায় জিজ্ঞাস করে আইলায় কি কারণে।। কানাইয়ে যে কর রঙ্গ রাধিকা হইছে ঢঙ্গ। এড়িয়া যাইব জুংরার পতঙ্গ খেলা হইব ভঙ্গ।। হাছন রাজায় জিজ্ঞাস করে কানাই কোন জন। […] keyboard_arrow_right
  • কালা আয়রে আয় কুঞ্জে আয়
    কালা ! আয়রে আয় কুঞ্জে আয় প্রাণী কান্দে তোমার দায়। সুখের রজনী গইয়া যায়।।ধু সাজাইয়া ফুলেরি সয্যা, কুঞ্জবাসী হইল রে। আইল না মোর প্রাণবন্ধু, দিলাম না ফুল রাঙ্গা পায়।। প্রাণনাথের প্রেমে মন, উদাস হইল রে। হীনহীন হাছন বলে, লাগল না প্রেম আমার গায়।। সুখের রজনী গইয়া যায়। keyboard_arrow_right
  • কিসের বাড়ী কিসের ঘর রে কিসের জমিদারী
    কিসের বাড়ী কিসের ঘর রে কিসের জমিদারী। সঙ্গের সঙ্গিয়া কেহই নাই তোর, কেবল একাশ্বরী।। ঐ যে তোমার ধন জন, সুন্দর সুন্দর স্ত্রী। কেহ নি যাইবে সঙ্গে যমে নিতে ধরি।। কিসের আশা, কিসের বাসা, কিসের লক্ষণছিরী। (আরে) কিছুই কিছুই নয়রে, সকলি গৌর হরি।। শুনরে হাছন আমার বচন, তুমি যে আমারি। ভবের মায়া ছাড়িয়ে সদায় থাক চরণ […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ