• ষড় রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা
    ষড় রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা। শাক্ত শক্তি বুঝে সে রূপ যে মজে বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা।। বলে সপ্তপন্থী মত সপ্তরূপ বেষ্টিত রসিকের মন নয় তাহে রত। রসিকের মন রসেতে মগন রূপ রস জানিয়ে খেলেছে তারা।। হলে পঞ্চতত্ত্ব জ্ঞানী পঞ্চরূপ বাখানি, রসিক বলে সেও তো লীলে রূপ গণি, বেদবিধিতে যার লীলার নাই প্রচার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ