• সাকর সূধ দুধে পরিপূরল
    সাকর সূধ দুধে পরিপূরল সানল অমিঅক সারে। সেহে বদন তোর অইসন করম মোর খারে পএ বরিসএ ধারে।। সাজনি পিসুন বচন দেহে কানে। দেহ বিভিন্ন বিধাতা আইতি তোরা মোরা একে পরানে।। কোপহু সয়ঁ জদি সমদি পঠাবহ বচনে ন বোলহ মন্দা। তোর বদনসন তোরে বদন পএ খার ন বরিসয় চন্দা।। চৌদিস লোচন চমকি চলাবসি ন মানসি কাহুক […] keyboard_arrow_right
  • সাজ এ কুমারী পরম সুন্দরী
    সাজ এ কুমারী পরম সুন্দরী শ্যাম উদ্দেশে গমনা। সব সখী নাগরী কুমারীক বেঢ়ি করএ বিবিধ সাজনা। লইয়া চাচরি বিনি জটা ছিরি সঞ্জোগে ত্রিপ্যাঁচ গুণনা। মুক্তামালা ছড়া গুন্থিল লড়া লড়া বিনি ফাঁসে কৈল গোপনা। সিন্দূর প্রচুর যেন প্রাতঃ সূর স্থির-স্বর্ণ-প্রায় শোভনা। খাচামত বলি শাড়ি গঙ্গাজলি সুন্দরী করিলা ভূষণা। গাএত পঞ্চম শব্দ মনোরম নূপুর রুনু ঝনু বাজনা। keyboard_arrow_right
  • সাজ সাজ বলিয়া পড়িয়া গেল সাড়া
    সাজ সাজ বলিয়া পড়িয়া গেল সাড়া। বলরামের শিঙ্গাতে সাজিল গোয়ালপাড়া।। হাম্বা হাম্বা রব যে উঠিল ঘরে ঘরে। সাজিয়া কাচিয়া সভে হইলা বাহিরে।। আজি বড় গোকুলের রঙ্গ রাজপথে। গোধন চালাঞা সভে চলিল এক সাথে।।ধ্রু।। চারি দিকে সব শিশু মধ্যে রাম কানু। কাঁচনী পাঁচনী কারু হাতে শিঙ্গা বেণু।। সভার সমান বেশ বয়স এক ছান্দ। তারাগণ বেঢ়িয়া চলিলা […] keyboard_arrow_right
  • সাঁজ হৈল বেলা গেল প্রতিঘরে বাতি
    সাঁজ হৈল বেলা গেল প্রতি ঘরে বাতি তবুত না আইসে যাদু দিনান্তে উপাসী। ধু অপরূপ বিপরীত কি বলিমু কারে নানারূপে করে কেলি ভ্রমরা না ছাড়ে। জল নাহি কলসে যমুনা বহুদূর চলিতে না পারে রাধা চরণে নেপুর। ভিঙ্গারের জল দিয়া পাখাল দুই পাও শীতল বিজনী দিয়া করিমু তোমা বাও। বারে বারে কহি নন্দ বেচিয়া পেলাও ধেনু। […] keyboard_arrow_right
  • সাজনি অকথ কহি ন জাএ।
    সাজনি অকথ কহি ন জাএ। অবল অরুন সসিক মণ্ডল ভীতর রহ নুকাএ।। কদলি উপর কেসরি দেখল কেসরি মেরু চঢ়লা। তাহি উপর নিশাকর দেখল কির তা উপর বইসলা।। কীর উপর কুরঙ্গিনি দেখল চকিত ভমএ জনী। কীর কুরঙ্গিনি উপর দেখল ভমর উপর ফণী। এর অসম্ভব আওর দেখল। জল বিনা অরবিন্দা। বেবি সরোরুহ উপর দেখল জইসন দূতিঅ চন্দা।। […] keyboard_arrow_right
  • সাজনি নিহুরি ফূকূ আগি
    সাজনি নিহুরি ফূ্কূ আগি। তোহর কমল ভ্রমর দেখল মদন উঠল জাগি।। জৌঁ তোঁহ ভাবিনি ভবন জৈবহ ঐবহ কোনঁহু বেলা। জৌঁ ঈ সঙ্কট সৌঁ জী বাঁচত হোয়ত লোচন মেলা। ভন বিদ্যাপতি চাহথি জে বিধি করথি সে সে লীলা। রাজা সিবসিংঘ বন্ধন মোচন ভখন সুকবি জীলা।। keyboard_arrow_right
  • সাজল মদন কলা রসরঙ্গিণি
    সাজল মদন কলা রসরঙ্গিণি শ্যামমিলন সুখসাধে। শ্রীবৃন্দাবনে বিজই বিনোদিনি রমণি শিরোমণি রাধে।। কুঞ্চিত কেশ বেশ ভালে রঞ্জিত লীলাকমলবয়ানী। শ্রবণে রসাল কনক নব-মঞ্জরি মনমথ মনমথ নয়ানী।। চাঁদনি রাতি চকোর সব মোদিত সুললিত মুরলিসুতান। উনমত কোকিল পঞ্চম গাওত শুনি ধনি কয়ল পয়ান।। হংসিনি গমনি চলনি অতি মন্থর লীলাপদ গতিশোভা। কহে যদুনাথ সাথ ব্রজ-সুন্দরি শ্যাম-পিরীতিরস-লোভা।। keyboard_arrow_right
  • সাজল রসবতি সহচরি সঙ্গ
    সাজল রসবতি সহচরি সঙ্গ। মনমথ-সমর মনহি মন রঙ্গ।। কালিন্দি-কূলে নিকুঞ্জক মাঝ। রঙ্গ-ভূমি অতি সুললিত সাজ।। ঋতু-পতি চমু-পতি নব পরবেশ। আগুল বিপিনে রচন করি বেশ।। মদন-কুঞ্জ যাহা শ্যাম রণ-বীর। সাজলি তহিঁ ধনি সমরে সুধীর।। ঐছনে হেরইতে কানুক পাশ। কহইতে আওল বলরাম দাস।। keyboard_arrow_right
  • সাজল রাখালগণ নিতি নব নূতন
    সাজল রাখালগণ নিতি নব নূতন নন্দের অঙ্গনে সভে যায়। কানাই কানাই বলি করে অঙ্গ হেলাহেলি আনন্দে ললিত গীত গায়।। গোপালেরে সাজাইয়া চাঁদ-মুখ মোছাইয়া ভালে দিল চন্দনের বিন্দু। নব জলধর যেন চলিয়া যাইতে হেন উদয় হইল যুগ ইন্দু।। দুই ভাই সাজিয়া তায় হাসিয়া হাসিয়া যায় করে কর করি একবন্ধ। দেখিয়া বালক সব শুনি শিঙ্গা বেণু-রব সুরপুরে […] keyboard_arrow_right
  • সাজল শকট চলল নিকট
    সাজল শকট চলল নিকট কান্দিতে কান্দিতে পথে। শুধু দেহ যেন করল গমন পরাণ রহিল ইথে।। লোরে পথে কিছু দেখিতে না পায়ে শোকেতে আকুল মানি। সঘন নিশ্বাস বিষম হুতাশ কহে গদ গদ বাণী।। এইরূপ পাই বিরহ-বেদনা যমুনা হইল পার। শকটের ধ্বনি শুনল শ্রবণে কহয়ে আনন্দে সার।। কোন সখাগণ তুরিতে গমন শকট-শবদ শুনি। গৃহকাজ ফেলি তুরিতে বাহির […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ