• সাজল শকট চলল নিকট
    সাজল শকট চলল নিকট কান্দিতে কান্দিতে পথে। শুধু দেহ যেন করল গমন পরাণ রহিল ইথে।। লোরে পথে কিছু দেখিতে না পায়ে শোকেতে আকুল মানি। সঘন নিশ্বাস বিষম হুতাশ কহে গদ্‌গদ বাণী।। এইরূপ পাই বিরহ -বেদনা যমুনা হইল পার। শকটের ধ্বনি শুনল শ্রবণে কহয়ে আনন্দে সার।। কোন সখাগণ তুরিতে গমন শকট-শবদ শুনি। গৃহকাজ ফেলি তুরিতে বাহির […] keyboard_arrow_right
  • সাজল শ্যাম সুরত রণপণ্ডিত
    সাজল শ্যাম সুরত রণপণ্ডিত করে করি কুসুমকামান। সৌরভে ভ্রময়ে কতহুঁ কত মধুকর জীতল মনমথ রাণ।। ধনি ধনি অপরূপ ছান্দে। বেশবিলাস সরসময় মাধুরী কামিনী লোচন ফান্দে।। চূয়া চন্দন অগোর বিলেপন সংযোগ বিবিধ বিচিত্রে। সমরশমিতে কেশ বেশ করু বন্ধন বরিহা চারুচরিত্রে।। বরিহা কিঙ্কিণী ঘন ঘন রনরনি রতিগণ বাজন বাজে। জ্ঞানদাস কহ রসিকশিরোমণি সাজল রমণি সমাজে।। keyboard_arrow_right
  • সাজলি রসবতি রঙ্গিণি রামা
    সাজলি রসবতি রঙ্গিণি রামা। মন্দ মন্দ গতি নূপুর কলরব লজ্জিত রাজহংসকুল ধামা।।ধ্রু।। চম্পক কনক কেশর কুসুমাবলি রুচি জিনি সুন্দর অপঘন সাজে। অলিকুল অঞ্জন জলদ নীলমণি ছবিচয় নিন্দিত বসন বিরাজ।। অমল ইন্দিবর- দল লোচনযুগ কত না শশি জিনি কমলবয়নী। সিন্দুর বিন্দু অরুণছবি নিন্দই অহি রমণী ফণা বেণি বণী।। বিদ্রুম অধরে মধুর মৃদু হাসনি দশন সুদামিনি দমন […] keyboard_arrow_right
  • সাজলি সো মৃগনয়নি রাই
    সাজলি সো মৃগনয়নি রাই। ত্রিভুবনে রূপের তুলনা নাই।। বেণী বনায়ত বেলন ছাঁদ। উলট কমল ফুটল আধ।। নাসা তিলক ফুল গুল । কাজরে মাজল দিঠি দুকুল।। নীল বসন কনয়া গিরি। হিয়ার মাঝারে কনক ঝুরি।। অঙ্গের বসন উড়িছে বায়। ধীরে ধীরে ধীরে চলিয়া যায়।। চঞ্চল খঞ্জনে নূপুর পায়। জ্ঞানদাস মন রহুক তায়।। keyboard_arrow_right
  • সাজলী মধুপুর যাওব মুরারি
    সাজলী মধুপুর যাওব মুরারি। এ হেন ধরম তাহে কোনে শিখাওল তেজিতে অবলা ব্রজনারী।। সজনী এত কি করএ জানি শ্যাম। নিমিখ বিচ্ছেদ হলো থীর নাহি বান্ধ এ সতত জপয়ে মঝু নাম।। রস-কারাগার তেজি কাহে যাওব চলইতে ইথে নাহি বাট। মনহি শিকলি তাহে প্রেম কুলুপ গো লাগিয়াছে পিরিতি কবাট।। ইহ মোহ বন্ধন কৈছনে কাটব মঝু মনে নাহি […] keyboard_arrow_right
  • সাঁজে নিবাইল বাতি কত পোহাইব রাতি
    সাঁজে নিবাইল বাতি কত পোহাইব রাতি গুণ গণি হৃদয় বিদরে। না হয় মরণ না রহে জীবন মরম কহিব কারে।। সই, কি ছিল আমার করমে। রোপিল কলপলতা না হল তাহার পাতা শুকাইয়া গেল সেই ঠামে ।।ধ্রু।। জনম অবধি করি ক্ষীর নীর ধরি সিঞ্চিল ও লতামুলে। ক্ষীরের গরিমা নীরের যে সীমা হরিয়া লইল আনলে।। যাহার লাগিয়া সকল […] keyboard_arrow_right
  • সাঁজে নিবাইল বাতি কত পোহাইব রাতি
    সাঁজে নিবাইল বাতি কত পোহাইব রাতি গুণগুণি হৃদয় বিদরে। না হয় মরণ না রঁহে জীবন মরম কহিব কারে।। সই, কি ছিল আমার করমে। রোপিল কলপলতা না হল তাহার পাতা শুকাইয়া গেল ঠামে।। জনম অবধি ক্ষীর নীরে করি সিচিল ও লতামূলে। ক্ষীরের গরিমা নীরের সীমা হরিয়া লইল আনলে।। যাহার লাগিয়া সকল ছাড়িয়া মন হৈল বনবাসী। চণ্ডীদাসে […] keyboard_arrow_right
  • সাঝ সময়ে গৃহে আওত ব্রজ-সুত
    সাঝ সময়ে গৃহে আওত ব্রজ-সুত যশোমতি আনন্দ-চীত। দীপ জ্বালি থালিপর ধরলহি আরতি করতহিঁ গাওত গীত।। ঝলকত ও মুখ-চন্দ। ব্রজ রমণীগণ চৌদিগে বেঢ়ল হেরইতে রতি-পতি পড়লহি ধন্দ।। ঘণ্টা ঝাঁঝরি তাল মৃদঙ্গ বাজাওত সখিগণ জয় জয়জকার। বরিখত কুসুম রমণিগণ হরষিত আনন্দে জগ-জন নগর বাজার।। শ্যামর অঙ্গ মনোহরি মূরতি বনি বনমাল আজানু বিরাজ। গোবিন্দদাস কহ ও রূপ হেরইতে […] keyboard_arrow_right
  • সাঁঝক বেরা জমুনাক তীরা
    সাঁঝক বেরা জমুনাক তীরা কদম্বেরি বন তরু তরা। অকমি কানরা কি কহব কালা সোঝাঁহি জূঝল সখি কূসুমসরা।। মোহি ভেটল কাহ্নু। অনতএ কহিনী কহহ জনু।। উর চির হরী করৈ কুচ ধরী অধর পিবএ মুখ হেরী।। পুনু পুনু ভোরা পরস কুচ মোরা নিধনে পাওল জনি কনয় কটোরা।। অরের জুবতী বুঝলী জুগতি দোসর মধুর মধুপতী।। তোরে অনুমানে বিদ্যাপতি […] keyboard_arrow_right
  • সাঁঝক বেরি উগল নব সসধর
    সাঁঝক বেরি উগল নব সসধর ভরমে বিদিত সবিতাহু। কুণ্ডল চক্র তরাসে নুকাএল দূর ভেল হেরথি রাহু।। জনু বইসসি রে বদন হাথ চলাই। তুঅ মুখ চঙ্গিম অধিক চপল ভেল কতি খন ধরব লুকাঈ।। রক্তোপল জনি কমল বইসাওল নীল নলিনি দল তহু। তিলক কুসুম তহু মাঝু দেখিকহু ভমর আবথি লহু লহু।। পানি-পলব-গত অধর বিম্ব-রত দসন দাড়িম বিজ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ