• সুন্দরি কান্দে দুটী হাত দিয়া মাথে
    সুন্দরি কান্দে দুটী হাত দিয়া মাথে। গর গর অন্তর লোর ঝর ঝর হারাইয়া নিজ প্রাণনাথে।। বেঢ়ল সখিগণ চতুরিণি ললিতা বৈঠল নিকটহি যাই। বসনে মুখানি মুছি মৃদু মৃদু বোলই কি কর কি কর ধনি রাই।। কোরে তোহারি শ্যাম-নট-শেখর দেখহ নয়ান পসারি। কহিতে কহিতে পাওল চেতন লহু লহু নয়ান নেহারি। শ্যাম সুনাগর রাইক কর ধরি তুরিতহি উরপর […] keyboard_arrow_right
  • সুন্দরি কাহে কহসি কটুবাণী
    (সুন্দরি কাহে কহসি কটুবাণী তোহারি চরণ ধরি শপতি করিয়ে কহি তুহুঁ বিনে আন নাহি জানি।।) ধ্রু।। তুয়া আশোয়াসে জাগি নিশি বঞ্চলুঁ তাহে ভেল অরুণ নয়ান। মৃগমদ বিন্দু অধরে কৈছে লাগল তাহে ভেল মলিন বয়ান।। তোহে বিমুখ দেখি ঝুরয়ে যুগল আঁখি বিদরয়ে পরাণ হামার। তুহুঁ যদি অভিমানে মোহে উপেখবি হাম কাঁহা যায়ব আর।। হামারি মরম তুহুঁ […] keyboard_arrow_right
  • সুন্দরি ঝটকার মনোহর বেশ
    সুন্দরি ঝটকার মনোহর বেশ। সময় হইলে আসি বাজিবে সঙ্কেত বাঁশি ধৈরযের নাহি রবে লেশ।। গমন মনুর ভাবে কবরী আউলাইয়া যাবে ঝটকর বেণীর রচনা। শ্রমজলে যাবে ভাসি মলিন হবে মুখশশী কাজর পরিতে করি মানা।। নীল অট্ট পট্ট শাড়ী আঁটিয়া পরহ গোরি খসিয়া না পড়ে সেই কালে। কাঁচুলি পরিয়া হার ভিতরে রাখহ তার ছিঁড়িলে থাকয়ে যেন গলে।। […] keyboard_arrow_right
  • সুন্দরি তুয়া গুণ গণিতে গণিতে
    সুন্দরি তুয়া গুণ গণিতে গণিতে। মনে করি কতবার শুধিতে তোমার ধার পুন আমায় হইল জনমিতে।। কলিতে পুরিয়া কালি কলিজা কাগজ করি খুদিলাম নিজ হাতে লিখি। খত রইল তব হাতে খাতক হইল নন্দসুতে খত ছাড়াই বল কিসে দেখি।। খত ছাড়াইতে যদি নাহি দেয় বিধি ব্যাজ লাগি কি বুদ্ধি করিব। জয় রাধে শ্রীরাধে বলি লুটাইয়া মাখিব ধূলি […] keyboard_arrow_right
  • সুন্দরি বিরহ সয়ন ঘর গেল
    সুন্দরি বিরহ সয়ন ঘর গেল। কিএ বিধাতা লিখি মোহি দেল।। উঠলি চিহায় বৈসলি সির নায়। চহুদিসি হেরি হেরি রহলি লজায়।। নেহুক বন্ধু সেহো ছুটি গেল। দুহু কর পহুক খেলাওন ভেস।। ভনহিঁ বিদ্যাপতি অপুরূব নেহ। জেহন বিরহ হো তেহন সিনেহ।। keyboard_arrow_right
  • সুন্দরি সহচরি হাথ ধরি মাথে
    সুন্দরি সহচরি হাথ ধরি মাথে। কহয়ে এত আরতি সো যব শুনব সরবস যাওব রসঘাতে।। সতিনিক মাঝে যাই তুহুঁ বৈঠবি যায়বি আন আন কাজে। কহইতে বাণী ভুল যদি বোলসি তৈখনে পড়ব হাম লাজে।। সহচরি মাঝ চতুর তুহ প্রিয়সখি হাম কি বুঝায়ব তোয়। হামারি প্রাণ যদি রাখইতে চাহসি কানু মিলায়ব মোয়।। ঐছন বচন শুনল যব সহচরি চললহি […] keyboard_arrow_right
  • সুন্দরি ! তুহুঁ বড়ি হৃদয় পাষাণ
    সুন্দরি ! তুহুঁ বড়ি হৃদয় পাষাণ। তুয়া লাগি মদন- শরানলে পীড়িত জীবইতে সংশয় কান।। বৈঠই তরুদলে পন্থ নেহারই নয়নে গলয়ে ঘন লোর। রাই রাই করি সঘনে জপয়ে হরি তুয়া ভাবে তরু দেই কোর।। শীতল নলিনীদল তাহে মলয়ানিল আগোরে লেপই শ্যাম অঙ্গ। চমকি চমকি হরি উঠতহি কত বেরি দাহত মদন তরঙ্গ।। চলহ বিপিনে ধনী রমণীর শিরোমণি […] keyboard_arrow_right
  • সুন্দরি অব তহুঁ তেজসি কান
    সুন্দরি অব তহুঁ তেজসি কান। সুখময় কেলি- নিকুঞ্জে যব বৈঠবি তব কাহাঁ রাখবি মান।। ইহ নাগর-বর রসিক-কলা-গুরু চরণ পাকড়ি গড়ি যায়। লঘুতর দোখহিঁ রোখ বাঢ়ায়সি চরণহিঁ ঠেলসি তায়।। প্রেম-লছিমি হিয় ছোড়ল বুঝি অব মান-অলখি পরবেশ। গুণ বিছুরাই দোখ সব ঘোষই আরতি ছোড়ায়ল দেশ।। ইহ অলখী যব তোহে ছোড়ি যাওব তব গুণ-পণ সোঙরাব। রোই পুন হামারি […] keyboard_arrow_right
  • সুন্দরি আমারে কহিছ কি
    সুন্দরি আমারে কহিছ কি। তোমার পিরীতি ভাবিতে ভাবিতে বিভোর হইয়াছি।। থির নহে মন সদা উচাটন সোয়াথ নাহিক পাই। গগনে ভুবনে দশ দিগগণে তোমারে দেখিতে পাই।। তোমার লাগিয়া বেড়াই ভ্রমিয়া গিরি নদী বনে বনে। খাইতে শুইতে আন নাহি চিতে সদাই জাগয়ে মনে।। শুন বিনোদিনি প্রেমের কাহিনী পরাণ রৈয়াছে বান্ধা। একই পরাণ দেহ ভিন ভিন জ্ঞান কহে […] keyboard_arrow_right
  • সুন্দরি আর কত সাধসি মান
    সুন্দরি আর কত সাধসি মান। তোহারি অবধি করি নিশি দিশি ঝুরি ঝুরি কানু ভেল বহুত নিদান।।ধ্রু।। কি রসে ভুলায়লি ও নব নাগর নিরবধি তোহারি কান।। পুরুখ বধের হেতু তুহুঁ অভিমানলি কোন শিখায়ল রীতে। লেহ বিচ্ছেদ পুন সহই না পারিয়ে গোবিন্দদাসিয়া কহ নীতে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ