সুন্দরি সহচরি হাথ ধরি মাথে।
কহয়ে এত আরতি সো যব শুনব
সরবস যাওব রসঘাতে।।
সতিনিক মাঝে যাই তুহুঁ বৈঠবি
যায়বি আন আন কাজে।
কহইতে বাণী ভুল যদি বোলসি
তৈখনে পড়ব হাম লাজে।।
সহচরি মাঝ চতুর তুহ প্রিয়সখি
হাম কি বুঝায়ব তোয়।
হামারি প্রাণ যদি রাখইতে চাহসি
কানু মিলায়ব মোয়।।
ঐছন বচন শুনল যব সহচরি
চললহি শ্যামরু পাশ।
তুয়া আগমন-পথ নিরখি রহলু হাম
কহতহি গোবিন্দদাস।।