• সুন্দরি হাম বলিহারি তোহারি
    সুন্দরি হাম বলিহারি তোহারি। পরমিত নহে গুণ অতুল ভুবন তিন রূপ মনোমোহনকারি।। বচনে নিছনি প্রাণ অলপে বুঝিয়ে যেন সাধ করি রাখিতে নয়ানে। হিয়ার মাঝারে কিয়ে অনুখণ রাখব সদা দেখি এ তুয়া বয়ানে।। এ তুয়া দরশন জনমভাগ্যে পুন বসনপবনে অঘহারি। সো অঙ্গসঙ্গে সফল মঝু জীবন করোঁ হিয়ে বাহু পসারি।। পুরুখ রমণি কত অন্তরে অনুভব সো পুন […] keyboard_arrow_right
  • সুন্দরি হে তোঁ সুবুধি সেয়ানি
    সুন্দরি হে তোঁ সুবুধি সেয়ানি। মরী পিয়াস পিয়াবহ পানি।। কে তোঁ থিকাহ ককর কুল জানি। বিনু পরিচয় নহি দিব পিঢ়ি পানী।। থিকহুঁ বিওগ ভরসি সংসার।। আবহ বৈসহ পিব লহ পানি জে তোঁ খোজবহ সে দিব আনি।। সসুর ভৈঁসুর মোর গেলাহ বিদেস । স্বামিনাথ গেল ছথি তনিক উদেস।। সাসূ ঘর আহ্নরি নৈন নহিঁ সূঝ। বালক মোর […] keyboard_arrow_right
  • সুন্দরী তুমি নাগর ভুলাইতে জান
    সুন্দরী তুমি নাগর ভুলাইতে জান। আড় নয়ন কোণে, হানিলে মদন বাণে জীউ ধরিয়া মোরে টান ।। ধু একে তোমার গোরা গা, না সহে ফুলের ঘা বায়ে হেলিছে সব অঙ্গ। দেখিয়া তোমার মুখ, অন্তরে বিদরে বুক কাম সাগরে উঠে তরঙ্গ।। তোমার যৌবনে আমি, ঝাঁপ দিব মনে জানি যদি কৃপা করহ আমারে। বুঝিয়া আপন কাজ, পার কর […] keyboard_arrow_right
  • সুন্দরী ভালে তুহুঁ হরিণি-নয়ানি
    সুন্দরী ভালে তুহুঁ হরিণি-নয়ানি। সো চঞ্চল হরি হিয় পঞ্জর ভরি কৈছনে ধয়লি সেয়ানি।। যো গিরি-গোচর বিপিনহি সঞ্চরু কৃশ-কটি কর অবগাহ। চন্দ্রক চারু শটা পরিমণ্ডিত অরুণ কুটিল দিঠি চাহ।। কত বরদন্তি করহি কর বারই দশনহি গণ্ড বিদারি। বল কয়ে খরতর নখর শিখর সঞে মোতিম বনহি বিথারি।। অধর সুধা দেই পুনহি জীয়ায়ই পুন নিরমদ করি তেজ। গোবিন্দদাস […] keyboard_arrow_right
  • সুন্দরী রাধে গো তোর কানাইয়া যাইবে ছাড়ি
    সুন্দরী রাধে গো তোর, কানাইয়া যাইবে ছাড়ি। তাই ভাবিয়া হাছন, রাজা, ফিরে বাড়ী বাড়ী।। কানাইয়া ছাড়িয়া গেলে, লোকে বলবে এড়ি। কানাইয়ারে বান্ধিয়া রাখ, পায়ে দিয়া দড়ি।। মধুপুরে যাইব কানাই, আমার আছে জানা। গেলে পরে না আসিব, হইবায় তুমি ফানা।। শীঘ্র করি বান্ধ রাধে, পায়ে দেও তার বেড়ি। বান্ধাবার লাগি হাছন রাজায়, করে লড়ালড়ি।। গেলে না […] keyboard_arrow_right
  • সুন্দরী অভিসারে করল পয়ান
    সুন্দরী অভিসারে করল পয়ান। রঙ্গ পটাম্বরে ঝাঁপল সব তনু কাজরে উজোর নয়ান।। দশনক জ্যোতি মোতি নহ সমতুল হসইতে খসে মণি জানি। কাঞ্চন কিরণ বরণ নহে সমতুল বচন কহয়ে পিকবাণী।। করপদথল- কমল-দলারুণ মঞ্জীর রুণুঝুণু বাজ। গোবিন্দদাস কহ রমণী-শিরোমণি জীতল মনোরথ-রাজ।। keyboard_arrow_right
  • সুন্দরী হিয় হরষ বিপুল পুলক ভরল গায়
    সুন্দরী হিয় হরষ বিপুল পুলক ভরল গায়। কানুক বনমাল পরশে পরশল জনু তায়।। দূরে রহল ধৈরজ প্রিয় সহচরী মুখ হেরি। বিলসত কত কৈছে নাহ পূছত কত বেরি।। দূতী ভণই ভণব কি ধনি উমড়ই মঝু ছাতি। শুনইতে তুয়া মরম তাক হোয়ল ইহ ভাঁতি।। ঐছে বচনে চঞ্চল চিত লোচনে জলধার। নরহরি কহ তুরিতে বিরলে বিরচহ অভিসার।। keyboard_arrow_right
  • সুপুরুস প্রেম সুধনি অনুরাগ
    সুপুরুস প্রেম সুধনি অনুরাগ। দিনে দিনে বাঢ় অধিক দিন লাগ।। মাধব হে মথুরাপতি নাহ। অপন বচন অপনে নিরবাহ।। কমলিনী সূর আনে আনে অনুভাব ভমি ভমি ভমর মদন গুণ গাব।। ভনই বিদ্যাপতি এহ রস ভান। সিরি হরিসিংঘ দেব ই রস জান।। keyboard_arrow_right
  • সুপুরুস ভাসা চৌমুখ বেদ
    সুপুরুস ভাসা চৌমুখ বেদ। এত দিন বুঝল অছল নহি ভেদ।। সতহি অছ সব মন জাগ। তোহ বোলি বিসরল হমর অভাগ।। চল চল মাধব কী কহব জানি। সময়ক দোসে আগি বম পানি।। রয়নিক বন্ধব জা চন্দ। ভল জন হৃদয় তেজএ নহি মন্দ।। কলিজুগ গতিকে সাধু মন ভঙ্গ। সবে বিপরীত করবি অনঙ্গ।। keyboard_arrow_right
  • সুবল বলিছে হাসিয়া হাসিয়া
    সুবল বলিছে হাসিয়া হাসিয়া কানুর পানেতে চেয়ে। “চোরা ধেনু বনে রাখিতে নারিয়া বুলেছ অনেক ধেয়ে।। আমি সব জানি তোমার চরিত ইহারা বুঝিবে কে। অপার মহিমা লহনি গারিমা কেহ সে জানয়ে কে।। গোপত পিরিতি কেহ না জানয়ে ব্রজ শিশুগণ যত। এ কথা মরম তোমার গোচর আনে কি জানিবে এত।।” এ কথা কহিয়া ব্রজশিশু লয়া গোধন রাখয়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ