সুন্দরি হাম বলিহারি তোহারি।
পরমিত নহে গুণ অতুল ভুবন তিন
রূপ মনোমোহনকারি।।
বচনে নিছনি প্রাণ অলপে বুঝিয়ে যেন
সাধ করি রাখিতে নয়ানে।
হিয়ার মাঝারে কিয়ে অনুখণ রাখব
সদা দেখি এ তুয়া বয়ানে।।
এ তুয়া দরশন জনমভাগ্যে পুন
বসনপবনে অঘহারি।
সো অঙ্গসঙ্গে সফল মঝু জীবন
করোঁ হিয়ে বাহু পসারি।।
পুরুখ রমণি কত অন্তরে অনুভব
সো পুন কহি নাহি পারি।
রায় বসন্ত ভণ পুরুখ মধুপমন
চাতক-রীত কুলনারি ।।