আলো ধনি সুন্দরি কি আর বলিব। তোমা না দেখিয়া আমি কেমনে রহিব।। তোমার মিলন মোর পুণ্যপুঞ্জ রাশি। না দেখিলে নিমিখে শতেক যুগ বাসি।। বদনকমল তোমার সম্পূরণ শশী। মরমে লাগিয়াছে মধুর মৃদু হাসি।। আনন্দমন্দির তুমি জ্ঞান শকতি। বাঞ্ছাকল্পলতা মোর কামনামূরতি।। সঙ্গের সঙ্গিনী তুমি সুখময় ঠাম। পাসরিব কেমনে জীবনে রাধানাম।। গলে বনমালা তুমি মোর কলেবর। রায় বসন্ত […]
keyboard_arrow_right