অহে নাথ কি বলিব আর।
তনুমন ধন তুমি পরাণ আমার।।
গরবিত ভয়ে দিলুঁ তিলাঞ্জলি দান।
জাতি কুল শীল তুমি লাজ অভিমান।।
জাগিতে ঘুমিতে চিতে তোমাকেই দেখি।
পরাণপুতলি তুমি জীবনের সাথী।।
তুমি সে ভূষণ মোর হিয়ে মণিহার।
তোমা বিনে এই মোর দেহ লাগে ভার।।
অঙ্গ আভরণ তুমি নয়ন অঞ্জন।
বচন রচনে তুমি শ্রবণরঞ্জন।।
তুমি সে জীবনগতি স্বরূপ বিচার।
রায় বসন্ত কহে দঢ়াইলুঁ সার।।