অহে নাথ না বোল এমন।
সহিতে না পারি হেন করুণ বচন।।
শপথ স্বরূপ কহি তুমি তনু মন।
তুমি সে নয়ানমণি জীবনের জীবন।।
না দেখিলে মরিয়ে কেমন তনু ভীন।
পরাণে মরয়ে যেন জল বিনু মীন।।
তোমার পিরীতে আমি হইলাম ঋণী।
মূলে বিকাইলুঁ আর কি দিব নিছনি।।
কি করিবে গরুভয় গৃহের করম।
তেজিলুঁ সকল বন্ধু কুলের ধরম।।
সহজেই মজিলাম এমন চরিতে।
রায় বসন্ত কহে যে হউ ভজিতে।।