কি হেরলুঁ সুন্দর নাগর রাজে।
রূপগুণ লাবণি অসিমহি অনুপম
মনমধ বয়ন মলিন করু লাজে।।
কাঞ্চন আভরণ মেঘে তড়িত যেন
পীত বসন মণিকিঙ্কিণি সাজে।
রতনহার হিয়ে শোভন কি কহব
চন্দন তিলক ভালে অধিক বিরাজে।।
ও চূড়া চাঁচর কেশে মালতীর মালা সাজে
আন্ধারে উদয় যেন শশী ষোলকলা।
আর এক অপরূপ তাহে শিখিচন্দ্রক
মধুকর মধুকরী সঙ্গে করে খেলা।।
ও মুখ কমল ছবি ছান্দে চান্দ কান্দে
মণিকুণ্ডল রবিমণ্ডলছান্দে।
চরণারবিন্দ নখচন্দ্রিম সুন্দর
রায় বসন্ত চিত হেরই আনন্দে।।