• সে বহুবল্লভ গোরা জগতের মনচোরা
    সে বহুবল্লভ গোরা জগতের মনচোরা আমার করিতে চাই একা। হেন ধন অন্যে দিতে পারে বল কার চিতে ভাগাভাগি নাহি যায় দেখা।। সজনি লো মনের মরম কই তোরে। না হেরি গৌরাঙ্গমুখ বিদরিয়া যায় বুক কে চুরি করিল মনচোরে।।ধ্রু।। লও কুল লও মান লও শীল লও প্রাণ লও মোর জীবন যৌবন। যেও মোরে গোরানিধি যাহে চাহি নিরবধি […] keyboard_arrow_right
  • সে ভল জে বরু বসএ বিদেসে
    সে ভল জে বরু বসএ বিদেসে। পুুছিঅ পথুক জন তাক উদেসে।। পিয়া নিকটহি বস পুছিও ন পুছই। এহন বিরহ দুখ কে দহু সহই।। ধনি ধৈরজ কর পিয়া তোর রসিয়া। অবসউ দিন এক দেত বিহুসিয়া।। মধুরিও বচন সূন নহি কানে। আব অবসেও হমে তেজব পরানে।। ভনই বিদ্যাপতি এহু রস ভানে। রাএ সিবসিংঘ লখিমা দেই রমানে।। keyboard_arrow_right
  • সে ভাব কি সবাই জানে
    সে ভাব কি সবাই জানে। যে ভাবে শ্যাম আছে বাঁধা গোপীর সনে।। গোপীপ্রেম জানে কারা শুদ্ধ রসেয় ভ্রমরা যারা, গোপীর পাপ-পুণ্যের জ্ঞান থাকে না কৃষ্ণ দরশনে।। গোপী অনুগত যারা ব্রজের সে ভাব জানে তারা, তারাই জানে অধর ধরা গোপীর সনে।। টলে জীব, অটলে ঈশ্বর, তা জানলেই কি হয় রসিক নাগর, লালন কয়, রসিক বিভোর রস […] keyboard_arrow_right
  • সে যে নাগর গুণধাম
    সে যে নাগর গুণধাম। জপয়ে তোহারি নাম।। শুনিতে তোহারি বাত। পুলকে ভরয়ে গাত।। অবনত করি শির। লোচনে ঝরয়ে নীর।। যদি বা পুছয়ে বাণী। উলট করয়ে পানি।। কহিয়ে তোহারি রীতে। আন না বুঝিবি চিতে।। ধৈরয নাহিক তায়। বড়ু চণ্ডীদাসে গায়।। keyboard_arrow_right
  • সে যে নাগর গুণের ধাম
    সে যে নাগর গুণের ধাম। জপয়ে তোহারি নাম।। শুনিতে তোহারি বাত। পুলকে ভরয়ে গাত।। অবনত করি শির। লোচনে ঝরয়ে নীর।। যদি বা পুছয়ে বাণী। উলট করয়ে পানি।। কহিয়ে তোহারি রীতে। আন না বুঝিবি চিতে।। ধৈরয নাহিক তায়। বড়ু চণ্ডীদাসে গায়।। keyboard_arrow_right
  • সে যে নাগর গুণের ধাম
    সে যে নাগর গুণের ধাম। জপয়ে তোহারি নাম।। শুনিতে তোহারি বাত। পুলকে ভরয়ে গাত।। অবনত করি শির। লোচনে ঝরয়ে নীর।। যদি বা পুছিয়ে বাণি। উলট করয়ে পাণি।। কহিয়ে তাহারি রীতে। আন বা বুঝিবি চিতে ।। ধৈরজ নাহিক তায় । বড়ু চণ্ডীদাসে গায়। keyboard_arrow_right
  • সে যে বৃষভানু-সুতা
    সে যে বৃষভানু-সুতা। মরমে পাইয়া ব্যথা।। সজল নয়ান হৈয়া। রহে পথ পানে চাঞা।। ফুল-শেজ বিছাইয়া। রহয়ে ধেয়ানী হৈয়া। উজর চাঁদনী রাতি। মন্দিরে রতন-বাতি।। কহে সব ভেল আন। কাহে না মিলল কান।। সকল বিফল হৈল। আধ রজনী গেল।। শ্যাম বঁধুয়ার পাশ। চলু বড়ু চণ্ডীদাস।। keyboard_arrow_right
  • সে যে বৃষভানু-সুতা
    সে যে বৃষভানু-সুতা। মরমে পাইয়া ব্যথা।। সজলনয়ান হৈয়া। রহে পথ পানে চাইয়া।। ফুল-শেজ বিছাইয়া। রহয়ে ধেয়ানী হইয়া।। উজর চাঁদনী রাতি। মন্দিরে রতন-বাতি।। কহে সব ভেল আন। কাহে না মিলল কান।। সকল বিফল হৈল। আধ রজনী গেল।। শ্যাম বঁধুয়ার পাশ। চলু বড়ু চণ্ডীদাস।। keyboard_arrow_right
  • সে যে বৃষভানুসুতা
    সে যে বৃষভানুসুতা। মরমে পাইয়া বেথা।। সজল নয়ান হৈয়া। রহে পথ পানে চাঞা।। ফুল সেজ বিছাইয়া। রহয়ে ধৈয়ানি হৈয়া।। উজর চান্দনী রাতি। মন্দিরে রতনবাতি।। কহে সব ভেল আন। কাহে না মিলল কান।। সকল বিফল হৈল । আধেক রজনী গৈল।। শ্যাম বন্ধুর পাশ। চলু বড়ু চণ্ডীদাস।। keyboard_arrow_right
  • সে যে ব্রজেশ্বরী না জানে চাতুরী
    সে যে ব্রজেশ্বরী না জানে চাতুরী পরম উদার সেহ। যখন যা বলে তখনি তা ভুলে সভারে সমান লেহ।। হেদে গো আরিজা মা। সে জন আমারে পাঠাইল সত্বরে দেখিতে তোমার পা।।ধ্রু।। চুল খড় ধরি দশন উপরি যে সব কহিল রাণী। সে সব শুনিতে হেন লয় চিতে পাষাণ গলয়ে জানি।। মাসীর চরণে কহিবে বচনে গোপতে আনিবে বহু। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ