• সই, কে যাবে মথুরাপুর
    “সই, কে যাবে মথুরাপুর। এ হেন যাতনা তারে নিবেদিয়ে তবে পরিহরি দূর।। কেনে বা অবলা করিয়া বিকলা সেই সে আছয়ে ভাল। বরজ-রমণী কূলের কামিনী তাহার পরাণ গেল।। কে যাবে যাহ ত কানুর সম্মুখে তারে দিব এ হার। গজমতি ছড়া গাথুনি সুসারি গণনা নাহিক যার।। এহ হার তার গলায়ে পরাব কে এত আছয়ে হিতু।” এক নবরামা […] keyboard_arrow_right
  • সই, কেবা শুনাইলে শ্যাম নাম
    সই, কেবা শুনাইলে শ্যাম নাম। কাণের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ।। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইব সই তারে।। নাম পরতাপে যার ঐছন করিল গো অঙ্গের পরশে কিবা হয়। যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধরম […] keyboard_arrow_right
  • সই, কেমনে জীব গো আর
    সই, কেমনে জীব গো আর। বুকে খেয়েছি শ্যামের শেল পিঠে হৈল পার।। মনু মনু মনু মনু গো সখি কালিয়া বাঁশীর গানে। সুজন দেখিয়া পীরিতি করিনু এমতি হবে কে জানে।। সকল গোকুল হইল আকুল শুনিয়া বাঁশীর কথা। খলের সহিতে পীরিতি করিয়া কি হ’ল অন্তরে ব্যথা।। স্থির হৈতে নারি প্রাণের সখি গো বুকে খেয়েছি ঘা। আঁখির জলেতে […] keyboard_arrow_right
  • সই, জানি কুদিন সুদিন ভেল
    “সই, জানি কুদিন সুদিন ভেল। মাধব মন্দিরে তুরিতে আওব কপাল কহিয়া গেল।। চিকুর ফুরিছে বসন খসিছে পুলক যৌবন-ভার। বাম অঙ্গ আঁখি সঘনে নাচিছে দুলিছে হিয়ার হার।। প্রভাত সময়ে কাক-কোলাকুলি আহার বাঁটিয়া খায়। পিয়া আসিবার নাম সুধাইতে উড়িয়া বসিল তায়।। মুখের তাম্বুল খসিয়া পড়িছে দেবের মাথার ফুল।” চণ্ডীদাস বলে– “সব সুলক্ষণ বিহি ভেল অনুকূল।।” keyboard_arrow_right
  • সই, তাহারে বলিব কি
    সই, তাহারে বলিব কি । এমতি করিয়া পীরিতি করিলে বৃথায় জীবন জী।। ধরমগণে ভয় না মানে কেবল ডাকাতি সেহ। বুঝিলাম মনে ডাকাতিয়া সনে ঘুচিল ভাল যে লেহ।। বিনি যে পরখি রূপ যে দরখি ভুলিনু পরের বোলে। পীরিতি করিয়া কলঙ্কী হইয়া ডুবিনু অগাধ জলে।। গুরুর গঞ্জন নাহি সহে মন না জানি কিসের বসে। অমিয়া ঘুচিয়া গরল […] keyboard_arrow_right
  • সই, পশিল বিষম বাঁশী
    সই, পশিল বিষম বাঁশী। বাহির করিতে যতন করিনু মরমে রহিল পশি।। তেরছ নয়ানে বাণের সন্ধানে না বাজে এমন নয়। বাজিলে অন্তরে আকুল করয়ে যতনে পরাণ রয়।। নাহি দিবা নিশি মন যে করিছে এ কথা কহিব কায়। মনের আগুন জ্বলিছে দ্বিগুণ কে না পরতীত যায়।। আঁধুয়া পুকুরে যেন মীন থাকে হাঁপায়ে ধীবর জালে। তেন আছি হাম […] keyboard_arrow_right
  • সই, পীরিতি আখর তিন
    সই, পীরিতি আখর তিন। জনম অবধি ভাবি নিরবধি না জানি রাতি কি দিন।।ধ্রু পীরিতি পীরিতি সব জন কহে পীরিতি কেমন রীত। রসের স্বরূপ পীরিতি মূরতি কেবা করে পরতীত।। সই, কি আর কুল-বিচারে। শ্যাম বঁধু বিনে তিলেক না জীব কি মোর সোদর পরে।। পীরিতি মন্তর জপে যেই জন নাহিক তাহার মূল। বঁধুর পীরিতে আপনা বেচিলুঁ নিছি […] keyboard_arrow_right
  • সই, বড় পরমাদ দেখি
    সই, বড় পরমাদ দেখি। কালা কানু সনে পীরিতি করিয়া নিরবধি ঝুরে আঁখি।। কাহারে কহিব মনের আগুন জ্বলিয়া জ্বলিয়া উঠে। যেমন কুঞ্জর বাউল হইলে অঙ্কুশ ভাঙ্গিয়া ছুটে।। কিসে নিবারিব নিবারিতে নারি বিষম হইল লেঠা। হেন মনে করি উচ্চৈঃস্বরে কাঁদি তাহে গুরুজন কাঁটা।। যাইয়া নিভৃতে বসি এক ভিতে সদা ভাবি কালা কানু। বিরলে বসিয়া ঝুরিতে ঝুরিতে কবে […] keyboard_arrow_right
  • সই, মরম কহিয়ে তোকে
    সই, মরম কহিয়ে তোকে। পীরিতি বলিয়া এ তিন আঁখর কভু না আনিব মুখে।। পীরিতি-মূরতি কভু না হেরিব এ দুটী নয়ান-কোণে । পীরিতির কথা আর না বলিব মুদিয়া রহিব কাণে ।। পীরিতি-নগরে বসতি ত্যজিয়া থাকিব গহনবনে। পীরিতি বলিয়া এ তিন আঁখর যেন না পড়য়ে মনে।। পীরিতি-পাবক পরশ করিয়া পুড়িছি এ নিশি দিবা। পীরিতি-বিচ্ছেদ সহনে না যায় […] keyboard_arrow_right
  • সই, মরিব গরল খেয়া
    সই, মরিব গরল খেয়া। কালার পীরিতি বিরহ-বেয়াধি আমারে ঘেরিল সিয়া।। কত না সহিবে অবলা-পরাণে কুবচনে ভাজা দেহ। মনের বেদনা বুঝে কোন জনা আনে কি বুঝয়ে সেহ।। হেন মনে করি বিষ খেয়া মরি দূরে যাউ যত দুখ । অখলা রমণী কুলের কামিনী সভার হউক সুখ। কত বা সহিব লোকের বচন সহিতে হইলু কালী। হেন মনে করি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ