হতে চাও হুজুরের দাসী। মনে গোল ত পোরা রাশি রাশি। না জান সেবা সাধনা, না জান প্রেম উপাসনা, সদাই দেখি ইতর পনা, প্রভু রাজি হবে কিসি ? কেশ বেঁধে বেশ করিলে কি হয় রস বোধ না যদি রয়, রসবতী কে তারে কয়, কেবল মুখে কাষ্ঠ হাসি। কৃষ্ণপদে গোপী সুজন। করেছিল দাস্য সেবন, লালন বলে তাই […]
keyboard_arrow_right