• যে কাহ্ন লাগিআঁ মো আন না চাহিলোঁ
    যে কাহ্ন লাগিআঁ মো আন না চাহিলোঁ বড়ায়ি না মানিলোঁ লঘু গুরু জনে। হেন মনে পড়িহাসে আহ্মা উপেখিআঁ রোষে আন লআঁ বঞ্চে বৃন্দাবনে।। বড়ায়ি গো।। কত দুখ কহিব কাঁহিণী। দহ বুলী ঝাঁপ দিলোঁ সে মোর সুখাইল ল মোঞঁ নারী বড় আভাগিনী।।ধ্রু।। নান্দের নন্দন কাহ্ন যশোদার পোআল তার সমে নেহা বাঢ়ায়িলোঁ। গুপতেঁ রাখিতেঁ কাজ তাক মোঞঁ […] keyboard_arrow_right
  • যে ক্লেশ পথে কেউ নাই সাথে
    যে ক্লেশ পথে কেউ নাই সাথে গিয়াছিলাম জলে। হেন বেলাতে বিনোদ কালা কদম্বের তলে।। আঁখি ঠার‍্যা ডাকে যদি গেলাম তার কাছে। কত কথা কৈল বন্ধু কৈতে নারি লাজে।। বন্ধুর সনে কথা আমি কৈছি হাস্যা হাস্যা। হেন বেলাতে ননদমাগী দেখিলেক আস্যা।। কেমন কর‍্যা ঘরকে যাব ডর লাগ্যাছে বড়। লোচন বলে আগো দিদি বুক করো গা দড়।। keyboard_arrow_right
  • যে জন গৌরাঙ্গ ভজিতে চায়
    যে জন গৌরাঙ্গ ভজিতে চায়। সে শরণ লউক নিতাইচাঁদের অরুণ দুখানি পায়। নিতাই চাঁদেরে যে জন ভজে। সংসারতাপের শিরে পদ ধরি অমিয়া সাগরে মজে।। নিতাই যাহার হিয়ে। ব্রহ্মার দুর্ল্লভ প্রেম সুধানিধি মানস ভরিয়া পিয়ে।। যে নিতাই বলিয়া কাঁদে। জ্ঞানদাস কহে গৌরপদ সেই হিয়ার মাঝারে বাঁধে।। keyboard_arrow_right
  • যে জন তুয়া সঞে অঙ্গ সঙ্গহি
    যে জন তুয়া সঞে অঙ্গ সঙ্গহি শয়নে সপনহি ভোর। চমকি উঠি ঘন কাঁপি মুরুছল আধ নাম লেই তোর।। মানিনি সো কি হিয়া নাহি জাগ। কতহুঁ সকরুণে তাহে বোধলি অবহুঁ ঐছে বিরাগ।। সে তনু সুন্দর ধূলি-ধূসর সে মুখ নিরসল ভেল। সে দুহুঁ লোচনে নীর নিকসই এ দুখ কোনহি দেল।। হরিকি রিতি-নতি বিরহে জীবতি তেজি ওদন পান। […] keyboard_arrow_right
  • যে জন না জানে পীরিতি মরম
    যে জন না জানে পীরিতি মরম সে কেন পীরিতি করে। আপনা না বুঝে পরকে মজায় পীরিতি রাখিতে নারে।। যে দেশে না শুনি পীরিতি মরম সেই দেশে হাম যাব। মনের সহিত করিয়া যতন মনকে প্রবোধ দিব।। পীরিতি রতন করিয়া যতন পীরিতি করিব তায়। দুই মন এক করিতে পারিলে তবে সে পীরিতি রয়।। কহে চণ্ডীদাসে মনের উল্লাসে […] keyboard_arrow_right
  • যে জন না জানে পীরিতি-মরম
    যে জন না জানে পীরিতি-মরম সে কেন পীরিতি করে। আপনা না বুঝে পরকে মজায় পীরিতি রাখিতে নারে।। যে দেশে না শুনি পীরিতি মরম সেই দেশে হাম যাব। মনের সহিত করিয়া যতন মনকে প্রবোধ দিব।। পীরিতি-রতন করিয়া যতন পীরিতি করিব তায়। দুই মন এক করিতে পারিলে তবে সে পীরিতি রয়।। কহে চণ্ডীদাসে মনের উল্লাসে এমতি হইবে […] keyboard_arrow_right
  • যে জানে ব্রজগোপীর মহাভাব
    যে জানে ব্রজগোপীর মহাভাব, ও সে জেন্তে ম’রে কৃষ্ণপ্রেমের করিছে আলাপ।। অনুরাগের জোরে বিধির কলম নাহি সে মানে, বেদ-বেদান্ত দূরে রেখে করে প্রেমালাপ।। গোপীর সনে গোপী হ’য়ে, রিপু ইন্দ্রিয় আসন ক’রে, স্বরূপ নিষ্ঠা ক’রে ডোবে প্রেমেরই তরঙ্গে;কাম-কুম্ভীরে ধ’রে পঞ্চবাণে তারে সংহারে, রস-রতি দিবারাতি করে তৌল-মাপ।। বার তিথির বারুণীতে যোগেশ্বরীর মহাযোগে রসের ভিয়ানে, পাত্র অন্তরে লয়ে, […] keyboard_arrow_right
  • যে দিগে পসারি আঁখি দেখি শ্যামময়
    যে দিগে পসারি আঁখি দেখি শ্যামময়। কুলবতী-বরত ধৈরজ নাহি রয়।। কত না যতনে মুদি দুটি আঁখি। নবীন ত্রিভঙ্গরূপ হিয়ামাঝে দেখি। কি হৈল অন্তরে সই কি হৈল অন্তরে। আজি হৈতে সখি মোর সাধ নাহি ঘরে।। নিরবধি শ্যামনাম জপিছে রসনা। এতদিনে অযতনে পুরিলে বাসনা।। প্রাণের অধিক কান জানিলু নিশ্চয়। গোবিন্দদাসেতে কয় দঢ়াইলে হয়।। keyboard_arrow_right
  • যে দিগে পসারি আঁখি দেখি শ্যাম রায়
    যে দিগে পসারি আঁখি দেখি শ্যাম রায়। কুলবতী বরত ধৈরজ দূরে যায়। কত না যতনে যদি মুদি দুটি আঁখি। নবীন ত্রিভঙ্গরূপ হিয়ামাঝে দেখি।। কি হইল অন্তরে সই কি হইল অন্তরে। আজি হইতে সখি মোর সাধ নাহি ঘরে।। নিরবধি শ্যামানাম জপিছে রসনা। এত দিনে অযতনে পূরিল বাসনা।। প্রাণের অধিক কানু জানিলুঁ নিশ্চয়। গোবিন্দদাসিয়া কয় দঢ়াইলে হয়। keyboard_arrow_right
  • যে দিন হইতে গোরা ছাড়িল নদীয়া
    যে দিন হইতে গোরা ছাড়িল নদীয়া। তবধরি আহার ছাড়িল বিষ্ণুপ্রিয়া।। দিবা নিশি পিয়ে গোরানাম সুধাখানি। কুভু শচীর অবশেষে রাখয়ে পরাণি।। বদন তুলিয়া কার মুখ নাহি দেখে। দুই এক সহচরী কভু কাছে থাকে।। হেন মতে নিবসয়ে প্রভুর ঘরণী। গৌরাঙ্গ বিরহে কান্দে দিবস রজনী।। প্রবোধ করয়ে কেহো কহি তার কথা। প্রেমদাস হৃদয়ে রহিয়া গেল বেথা।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ