• যদি বিধি হন আয়ো
    যদি বিধি বাহন আয়ো এহন বাউর জোগী। টপর টপর কএ বসহা আয়ল খটর খটর রুণ্ডমাল।। ভকর ভকর সিব ভাঁগ ভকোসথি ডমরু লেল কর লায় ঐপন মেঁটল পুরহর ফোরল বর কিমি চৌমুখ দীপ।। ধিয়া লে মনাইনি মণ্ডপ বইসলি গাবিএ জনু সখি গীত। ভন বিদ্যাপতি সুনু এ মনাইনি ঈথিকা ত্রিভুবন ঈস keyboard_arrow_right
  • যদি কৃষ্ণ অকরুণ হইলা আমারে
    যদি কৃষ্ণ অকরুণ হইলা আমারে। তাহাতে বা কেবা দোষ দিবেক তোমারে।। না কান্দিহ আরে সখি কহিয়ে নিশ্চয়ে। কৃষ্ণ বিনে প্রাণ মুঞি না রাখিব দেহে।। উত্তর কালের এক করিহ যে হয়। এই বৃন্দাবনে যেন মোর তনু রয়।। তমালের কান্ধে মোর ভুজলতা দিয়া। নিশ্চল করিয়া তুমি রাখিহ বান্ধিয়া।। কৃষ্ণ কভু দেখিলেই পুরিবেক আশ। শুনিয়া কাতর যদুনন্দন দাস।। keyboard_arrow_right
  • যদি তোমার শ্যাম-রূপ লাগ্যাছে মরমে
    যদি তোমার শ্যাম-রূপ লাগ্যাছে মরমে। বিলম্ব না কর ধনি চল বৃন্দাবনে।। কালিয়া-কস্তুরী তোমার সব অঙ্গে মাখা। সব অঙ্গে দেখি তোমার শ্যাম-নাম লেখা।। বুঝিলাম তোমার মায়া শ্যাম প্রিয় লোভা। তুমি বৃন্দাবনে গেলে দোঁহ-রূপের শোভা।। এত কহি সখীগণে ধনীরে সাজাইল। যদুনাথ দাসে কহে ভালই হইল।। keyboard_arrow_right
  • যদি বা পীরিতিখানি সুজনের হয়
    যদি বা পীরিতিখানি সুজনের হয়। নয়নে নয়নে মিলন হইলে তবে সে ফিরিয়া লয়।। যে মোর পরাণের মরম ব্যথিত তারে বা কিসের ভয়। অতি দুরন্তর বিষম পীরিতি সকলি পরাণে সয়।। অবলা হইয়া বিরলে রহিয়া না ছিল দোসর জনা। হাসিতে বাঁশীতে গীতের ঝামরু এ বড় সুগড়পণা।। যেন মলয়জ শিলায় ঘষিতে অধিক সৌরভ হয়। শ্যাম বঁধুয়ার ঐছন পীরিতি […] keyboard_arrow_right
  • যন্ত্র তন্ত্র তাল মান
    যন্ত্র তন্ত্র তাল মান অখল রমণী করত গান মগন হইয়া গাওয়ে বাওয়ে বরজ-রমণী ধনী।। ঝাঝরি গান মৃদঙ্গ তান ররাব ঠমকি তান মান মূরজ কেরি ভেরী বায় দৃমি দৃমি ঘন বাজনি।। বীণা রেণু সব মণ্ডলী গায় পাখোয়াজ সব কি গতি বায় সুন্দরী পিণাক মধুর গাওনি।। চণ্ডীদাস দেখি মগন তায় গোপীর মণ্ডলী কি শোভা পায় আনন্দ বড়ি […] keyboard_arrow_right
  • যন্ত্র তন্ত্র তাল মান
    যন্ত্র তন্ত্র তাল মান অখল রমণী করত গান মগন হইয়া গাওয়ে বাওয়ে বরজ রমণী ধনী। ঝাঝরি গান মৃদঙ্গ তান ররাব ঠমকি তান মান মুরজ কেরি ভেরী বায় দৃমি দৃমি ঘন বাজনি।। বীণা বেণু সব মণ্ডলী গায় পাখোয়াজ সব কি গতি বায় সুন্দরী পিনাক মধুর গাওনি । চণ্ডীদাস দেখি মগন তায় গোপীর মণ্ডলী কি শোভা পায় […] keyboard_arrow_right
  • যব লহু লহু হাসি মরমে মরম পশি
    যব লহু লহু হাসি মরমে মরম পশি নায়ে চঢ়াওই তুহি। তৈখনে মঝু মন ভৈলহি অনছন বেকত ধয়ল ফল সোই।। এ সখি হরি সঞে মানহ কুঞ্জবিনোদ। ইহ নাবিক অতি চপল চপলমতি অব জিউতে উ পরবোধ।। গগনহি সঘন বিজুরি ঝল ঝলকত দিনহিঁ ভেল আঁধিয়ার। খরতর পবনে তরণি ঘন ঘুরত পৈঠত জল অনিবার।। দুরুজন পাণি পড়ল জিউ সঙ্কট […] keyboard_arrow_right
  • যব হরি-পাণি পরশে ঘন কাঁপসি
    যব হরি-পাণি পরশে ঘন কাঁপসি ঝাঁপসি ঝাঁপল অঙ্গ। তব কিয়ে ঘনঘন মণিময় অভরণ বেশ পসায়নি রঙ্গ।। এ ধনি,অবহু না সমুঝসি কাজ। যাহা বিনু জাগরে নিদহুঁ না জীবসি তাহে কিয়ে এত ভয় লাজ।। করইতে কোরে জোরি তনু-বল্লরি নহি নহি বোলসি থোর। চুম্বন বেরি জনি মুখ মোড়বি জনু বিধু-লুবধ চকোর।। যব হোয়ে নাহ- রতন রত-আরত বারত জনি […] keyboard_arrow_right
  • যব কানু আওল মন্দিরমাঝে
    যব কানু আওল মন্দিরমাঝে। আঁচরে বদন ঝাঁপায়লু লাজে।। করে কর বারি ফুয়ল চীর মোর। পিয়া বড় ঢিঠ কর রাখল আগোর।। কি কহব রে সখি কানুক নেহা। ও সুখে মুগধী মুগধ মঝু দেহা।।ধ্রু।। প্রেমপরশরস কয়ল অপার। কত পরথাপল পিরীতিপসার।। চুম্বনে চূয়ল অধরক রাগ। কি কহব সে সব সময় সোহাগ।। নিবিড় আলিঙ্গনে বিগলিত স্বেদ। লুব্ধ মনোভব নহ […] keyboard_arrow_right
  • যব কানু নিকটে যাই কিছু রোগি
    যব কানু নিকটে যাই কিছু বোলি। লাজে কমলমুখি রহু মুখ মোড়ি।। আরতিল নাহ বিনয় বেরি বেরি। ধনি মুখচাঁদে আধ আঁচল দেলি।। রাধা কানুক পহিল আলাপ। মনমথ মাঝে মন্ত্র করু জাপ।।ধ্রু।। বাহু পশারল গোকুলনাহ। আছইতে আশ না করে নিরবাহ।। ভূখিল মনোরথ না পূরয়ে আশ। চান্দকলা নহে তিমির বিনাশ।। ভাবে বিভোর পহুঁ লহু লহু হাস। রাই শিথিল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ