যদি তোমার শ্যাম-রূপ লাগ্যাছে মরমে।
বিলম্ব না কর ধনি চল বৃন্দাবনে।।
কালিয়া-কস্তুরী তোমার সব অঙ্গে মাখা।
সব অঙ্গে দেখি তোমার শ্যাম-নাম লেখা।।
বুঝিলাম তোমার মায়া শ্যাম প্রিয় লোভা।
তুমি বৃন্দাবনে গেলে দোঁহ-রূপের শোভা।।
এত কহি সখীগণে ধনীরে সাজাইল।
যদুনাথ দাসে কহে ভালই হইল।।